পহেলগাঁও কাণ্ডের আবহে তীব্র হচ্ছে ভারত-পাক সংঘাত। এ-হেন পরিস্থিতিতে পাকিস্তানের অন্দরেই সমালোচিত হল পাক সরকার। সোমবার পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তৃতা করার সময় ভারত-পাকিস্তান উত্তেজনা মোকাবিলায় সে দেশের সরকার এবং আইনসভার সমালোচনা করলেন পাক রাজনীতিবিদ মৌলানা ফজলুর রহমান। এর পর ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ওয়াকআউটও করেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
পহেলগাঁও কাণ্ডের পর প্রতিক্রিয়াস্বরূপ পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জলচুক্তি স্থগিত করা থেকে শুরু করে অটারী সীমান্ত বন্ধ করা-সহ বেশ কয়েকটি কড়া পদক্ষেপ করেছে ভারত। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। সেই পরিস্থিতিতে পাকিস্তানের অন্দরেই সে দেশের সরকারকে নিয়ে ক্ষোভ স্পষ্ট হচ্ছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন পাকিস্তানের কট্টরপন্থী দল জমিয়তে উলেমা-ই-ইসলাম ফাজ়ি (জেইউআইএফ)-র প্রধান মৌলানা ফজলুর। তাঁকে বলতে শোনা যায়, ‘‘পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই পরিস্থিতির জন্য যাঁরা দায়ী তাঁদের কেউ এখানে উপস্থিত নেই। এই কঠিন সময়েও আইনসভার কোনও গুরুত্ব নেই। সরকারও গুরুত্ব দিচ্ছে না।’’ এর পরেই সেখান থেকে ওয়াকআউট করেন তিনি। গটগটিয়ে বেরিয়ে যান ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টিম জেইউআই সোয়াট’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে ভারতীয় নেটাগরিকদের মধ্যে।