বিয়ে থেকে শুরু করে ফুলশয্যা— সমাজমাধ্যমে প্রায়ই নবদম্পতির বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসে। তার মধ্যে কিছু ভিডিয়ো যেমন অদ্ভুত, তেমন অনেক ভিডিয়ো আবার মন ভাল করে দেয় নেটাগরিকদের। ভাইরাল হয় সেই সব ভিডিয়ো। সে রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নবদম্পতি ছবি তোলানোর সময় কী ভাবে সেই কাজে বাগড়া দিয়েছেন পুরোহিত। এমনকি, ধমকও দিয়েছেন বর-কনেকে। ভাইরাল হয়েছে মজার সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। ছবি তোলাচ্ছেন। সাধারণ কয়েকটি ছবি তোলানোর পর একে অপরকে জড়িয়ে ধরে ছবি তোলাতে শুরু করে নবদম্পতি। এর পর কনে যখন এগিয়ে আসে, তখন বর হাঁটু মুড়ে বসে তাঁর দিকে ফুলের তোড়া এগিয়ে দেন। আবার জড়িয়ে ছবি তোলাতে শুরু করেন। সেই সময়ই রে রে করে তেড়ে আসেন পুরোহিত। জোর করে বর এবং কনের মাঝে দাঁড়িয়ে একে অপরের থেকে দূরে সরিয়ে দেন। রেগেও যান। চিত্রগ্রাহকদের ক্যামেরা বন্ধের ইশারা করেন। জানান, রীতি অনুযায়ী তখন বর এবং কনের আলাদা থাকার কথা। কোনও ভাবেই ছবি তোলা যাবে না। পুরোহিতের রণমূর্তি দেখে হাসতে শুরু করেন বর এবং বধূ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়ানফর্নড’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। নবদম্পতির বিশেষ মুহূর্ত নষ্ট করার জন্য পুরোহিতের সমালোচনাও করেছেন অনেকে।