গাছের ডাল বেয়ে সরসর করে উপরে উঠে যাচ্ছে একটি বিশাল অজগর। একেবারে গাছের মগডালে চড়ে গিয়েছে দৈত্যাকার সাপটি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে যে অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে ঘটনাটি দক্ষিণ আফ্রিকার। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাথা উঁচিয়ে গাছে চড়ছে প্রায় কুড়ি ফুট লম্বা একটি অজগর। ডাল বেয়ে সরসর করে উপরে উঠে যাচ্ছে ভয়াল প্রাণীটি। এর পর লম্বা সেই গাছের একেবারে মগডালে উঠে পড়তে দেখা যায় সাপটিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ক্যাপচার দ্য ওয়াইল্ড’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। হাজার হাজার লাইকও পড়েছে। ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার ভিডিয়োটি দেখার পর সেটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কোনও দিন ভাবিনি যে অজগরের গাছে চড়া দেখব।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমার বিশ্বাস হচ্ছে না ভিডিয়োটি দেখে। ভিডিয়োটি বানানো নয় তো?’’