গুহার মধ্যে বিশ্বের ‘বৃহত্তম’ মাকড়সার জাল! সেই জালে ঘুরে বেড়াচ্ছে লক্ষাধিক মাকড়সা। অবিশ্বাস্য মনে হলেও গ্রিস এবং আলবেনিয়ার সীমান্তে ১,১৪০ ফুট উচ্চতায় অবস্থিত একটি গুহায় সম্প্রতি মাকড়সার ওই জালটির হদিস পেয়েছেন রোমানিয়ার বিজ্ঞানীরা। সেই ঘটনার একটি ভিডিয়োও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
‘সাবটেরেনিয়ান বায়োলজি’ জার্নালে বিশ্বের বৃহত্তম মাকড়সার জাল খুঁজে পাওয়ার বিষয়টি উঠে এসেছে। জালটির বিশালতা এবং ঘনত্বের জন্য ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অন্ধকার গুহার মধ্যে একটি মাকড়সার জালের কাছে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর মাথায় টর্চ বাঁধা। জালটি যেমন বিশাল, তেমনই পুরু। যুবক জালটিতে হাত দিতে সেটি আস্তে আস্তে দুলছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। মাকড়সার ওই জালটিতে ছোট-বড় লক্ষাধিক মাকড়সা ঘুরে বেড়াচ্ছিল বলে জানিয়েছেন গবেষকেরা।
আরও পড়ুন:
Scientists discovered the world’s largest spiderweb, covering 106 m² in a sulfur cave on the Albania-Greece border. Over 111,000 spiders from two normally rival species live together in a unique, self-sustaining ecosystem—a first of its kind.
byu/ShirtSubstantial368 inDamnthatsinteresting
জালটির খোঁজ পাওয়া বিজ্ঞানীদের দাবি, সালফার সমৃদ্ধ গুহার গভীরে থাকা বিশাল জালটিতে প্রায় এক লক্ষ ১১ হাজার মাকড়সা ছিল, যার বেশির ভাগই দুটি প্রতিদ্বন্দ্বী প্রজাতির। কিন্তু শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করছিল তারা। তাঁদের বিশ্বাস, পৃথিবীতে এর আগে এত বড় মাকড়সার জাল আবিষ্কৃত হয়নি।
আরও পড়ুন:
বিশাল মাকড়সার জাল খুঁজে পাওয়ার ২০ সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ড্যাম দ্যাট্স ইন্টারেস্টিং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! পৃথিবীতে কি এ বার মাকড়সা রাজত্ব করবে?’’