Advertisement
E-Paper

চলছে স্যালাইন, অসুস্থ বন্ধুকে হাসপাতাল থেকে ‘চুরি’ করে বাইকে চাপিয়ে শহর ঘোরালেন বন্ধুরা! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতে ফাঁকা রাস্তায় বাইক ছোটাচ্ছেন এক তরুণ। পিছনে দু’জন বসে। কারও মাথায় হেলমেট নেই। তাঁদের মধ্যে যিনি মাঝে বসে আছেন তাঁর স্যালাইন চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ০৯:৩৮
Video shows some boys take hospitalized friend for a bike ride with IV drip on in Gwalior

ছবি: এক্স থেকে নেওয়া।

কয়েক দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বন্ধু। স্যালাইন চলছে তাঁর। সেই বন্ধুর আবদার রাখতে রাতের অন্ধকারে হাসপাতালে পৌঁছোলেন দুই তরুণ। হাসপাতাল থেকে বার করে এনে বাইকে করে ঘোরালেন সারা শহর। স্যালাইন নিয়েই বন্ধুদের সঙ্গে ঘুরলেন অসুস্থ তরুণ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রের চন্দ্রবদনী এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতে ফাঁকা রাস্তায় বাইক ছোটাচ্ছেন এক তরুণ। পিছনে দু’জন বসে। কারও মাথায় হেলমেট নেই। তাঁদের মধ্যে যিনি মাঝে বসে তাঁর স্যালাইন চলছে। তাঁর ‘আইভি ড্রিপ’ ধরে রেখেছেন পিছনে বসে থাকা বন্ধু। হাসতে হাসতে বাইকে করে যাচ্ছেন তাঁরা। অন্যেরা তাঁদের ক্যামেরাবন্দি করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ঝড় তুলেছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাইকে কিছু ক্ষণ ঘোরানোর পর বন্ধুকে আবার হাসপাতালে পৌঁছে দিয়ে আসেন তরুণের দল।

১৬ সেকেন্ডের সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হুক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে ওই অসুস্থ তরুণের বন্ধুদের ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়েছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘বন্ধু এ রকমই হওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এদের প্রকৃত বন্ধু বলে না। মজা করার জন্য বন্ধুকে অসুস্থ অবস্থায় হাসপাতালের বাইরে আনা বুদ্ধিমানের কাজ নয়।’’

Viral Video Gwalior Hospital friendship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy