অনেকে বলেন, রিলের নেশা সর্বানাশা। এ বার সত্যি সত্যিই রিল বানাতে গিয়ে সর্বনাশ ডেকে আনলেন তরুণী। শাড়ির আঁচলে আগুন ধরিয়ে নাচলেন তিনি। সেই নাচের ভিডিয়ো ক্যামেরাবন্দিও করলেন। সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদার উপর কালো নকশা করা একটি শাড়ি পরে রিল বানাচ্ছেন এক তরুণী। হঠাৎ করেই শাড়ির আঁচলে আগুন ধরিয়ে দেন তিনি। সেই অবস্থাতেই নাচতে থাকেন। হিন্দি গানে রিল বানাতে থাকেন। যদিও পুরো বিষয়টিই তিনি করেন সাবধানতা অবলম্বন করে। নাচার সময় আঁচলটিকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জোকার অফ ইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন। হইচই পড়ে গিয়েছে। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘এ জন্যই বলে রিলের নেশা সর্বনাশা! অল্পের জন্য বেঁচে গিয়েছেন তরুণী। বড় বিপদ হয়ে যেতে পারত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘তরুণীর মাথা খারাপ মনে হচ্ছে! না হলে মাথামোটা। নিজের ভাল পাগলেও বোঝে।’’ তরুণ সমাজের মধ্যে রিল বানানোর নেশা এবং তার কুফল নিয়েও আলোচনা করেছেন নেটাগরিকদের একাংশ।