কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে রাজধানীর মেট্রো। অদ্ভুত কাণ্ডের জেরে দিল্লির মেট্রো আবার খবরের শিরোনামে। এ বার মুখের উপর অদ্ভুত আস্তরণ চাপিয়ে দিল্লি মেট্রোতে ভ্রমণ করতে দেখা গেল এক তরুণীকে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মধ্যে সফর করছেন এক তরুণী। মেট্রোর ওই কামরায় তেমন ভিড় নেই। অনেক আসন ফাঁকা। তবু দাঁড়িয়েই রয়েছেন তরুণী। তাঁর পরনে ধোপদুরস্ত পোশাক, কানে হেডফোন, হাতে বই। মন দিয়ে সেই বই পড়তে পড়তে গন্তব্যের দিকে যাচ্ছেন। তবে মেট্রোর কামরায় থাকা বাকি যাত্রীদের নজর আটকাচ্ছে তরুণীর মুখে। মুখে একটি সাদা আস্তরণ চাপিয়েছেন তরুণী। আস্তরণের খানিকটা আবার ঝুলছে মুখ থেকে। সব মিলিয়ে অদ্ভুত দেখতে লাগছে তরুণীকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য ডোপ ইন্ডিয়ান’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখার পর মজার মজার মন্তব্য করলেও অনেকেই আবার বিষয়টিকে স্বাভাবিক ভাবেই দেখেছেন। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘মেট্রো না বিউটি পার্লার? এ আবার মুখে কী লাগিয়েছে! দিল্লি মেট্রো দিনে দিনে অদ্ভুত কাণ্ডকারখানার কেন্দ্র হয়ে উঠেছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘তরুণী মুখে শিট মাস্ক লাগিয়েছেন। রূপচর্চা করা অন্যায় নয়। নিজের পরিচর্যা করাও অন্যায় নয়। তরুণীর হাতে যে বই রয়েছে সে দিকে কারও নজর পড়ল না।’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘তরুণী তো অন্যদের মতো লাফালাফি করছেন না। কাউকে বিরক্ত করছেন না। তা হলে সমস্যা কোথায়? ওঁকে নিজের মতো থাকতে দিন।’’