কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে রাজধানীর মেট্রো। তবে এ বার দিল্লি মেট্রো নয়, অদ্ভুত কাণ্ডের জেরে খবরের শিরোনামে বিদেশের মেট্রো। মেট্রোর কামরার রডে চুল বেঁধে ঝুলে নজর কাড়লেন এক মহিলা যাত্রী। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের দাবি, ঘটনাটি লন্ডন মেট্রোর। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মেট্রোর কামরার ভিতরে যাত্রীরা বসে রয়েছেন। তাঁদের দেখে স্পষ্ট যে সেটি কোনও বিদেশি মেট্রো। খুব একটা ভিড় নেই। তবে যাত্রীদের নজর কেড়েছেন এক তরুণী। মেট্রোর রডে একটি আংটা বেঁধেছেন তিনি। সেই আংটা আবার বেঁধে নিয়েছেন নিজের চুলের খোঁপায়। আর সেই অবস্থাতেই শূন্যে ঝুলতে ঝুলতে যাত্রা করছেন তিনি। শূন্যেই বাবু হয়ে বসে রয়েছেন তিনি। সকলের অবাক দৃষ্টি তাঁর দিকে থাকলেও তরুণীর দৃষ্টি কিন্তু নিবন্ধ মোবাইলের পর্দায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মারিয়া স্কেয়ারি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। এক কোটিরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার তরুণীর কেরামতির প্রশংসা করেছেন। তবে ঝুঁকি নিয়ে যাত্রা করার জন্য তাঁর সমালোচনাও করেছেন কেউ কেউ। এক জন নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘তরুণীর মাথাব্যথা করছে না? ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে।’’