নিজের দেশেই ক্ষোভের মুখে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। প্রকাশ্যেই তাঁকে তুলোধনা করলেন মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন আসাদ ইকবাল। তাঁকে ‘নীচ’ ও ‘অমানবিক’ বলে আক্রমণ হেনেছেন আসাদ। পাকিস্তানের সেনাপ্রধানের বিরুদ্ধে জনগণের ক্ষোভ পুঞ্জীভূত হয়ে উঠছে বলে দাবি মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের। দেশের সেনাপ্রধানের উদ্দেশে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘‘তুমি এক জন হতভাগ্য মানুষ। না, তোমাকে মানুষও বলা যায় না।’’ আসাদের বক্তৃতার একটি ভিডিয়ো সমাজমাধ্যম ছড়িয়ে পড়তেই তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রকাশ্যে জনসভায় দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আসাদ বলছেন, ‘‘এর জন্য হয়তো আমায় পাক সেনাবাহিনী গুলি করে মারবে। কিন্তু ভবিষ্যতে পাকিস্তানের মানুষ রাস্তায় তোমার দিকে পাথর ছুড়বে। কোথাও লুকোতে পারবে না তুমি।’’ আসাদের মতে সেনাবাহিনীর হাতে অতিরিক্ত ক্ষমতা, ভিন্ন মত পোষণ করলেই দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। এর বিরুদ্ধে পাকিস্তানি জনতা সুর চড়াতে শুরু করেছেন। সেই প্রতিবাদই আঘাত করবে পাকিস্তানের সেনাপ্রধানকে। অত্যাচারের রাজত্বের অবসান হবে। জনগণ জেগে উঠবে বলেও দাবি করেন আসাদ। ভিডিয়োটি কোথায় বা কবে তোলা হয়েছে সে সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য অবশ্য পাওয়া যায়নি।
তহ্বা সিদ্দিকি নামের এক ব্যক্তির এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নজর কেড়েছে নেটাগরিকদের। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই আসাদের সাহসিকতার প্রশংসা করছেন। আবার কেউ কেউ অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে।