বছরের পর বছর ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চর্মরোগ বিশেষজ্ঞেরা সানস্ক্রিন প্রয়োগের গুরুত্বের উপর জোর দিয়ে আসছেন। পণ্যটি ত্বককে ক্ষতিকারক অতিবেগনি রশ্মি থেকে রক্ষা করে। এমনকি ত্বকের ক্যানসারও নাকি প্রতিরোধ করে পণ্যটি। কিন্তু কত জন আর তীব্র রোদে বাইরে পা রাখার আগে সেটি মাখার কথা মনে রাখেন! কিন্তু সেই সানস্ক্রিন না-মেখে রোদে বেরোনোর জন্য মাসুল গুনতে হল এক তরুণীকে। রোদে ত্বক পুড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। সমাজমাধ্যম টিকটকে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন তরুণী নিজেই।
আরও পড়ুন:
টিকটকের বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) তথা নেটপ্রভাবী টেলর ফেইথকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে উঠে এসেছে, সম্প্রতি প্যাডেলবোর্ডিং (এক ধরনের জলক্রীড়া) করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু কড়া রোদে বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন মাখতে ভুলে গিয়েছিলেন। তারই ফল ভুগতে হয় তাঁকে। আট ঘণ্টা রোদে থাকার কারণে ঝলসে যায় তাঁর ত্বক। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। পায়ের ত্বক পুড়ে যাওয়ার কারণে প্রায় এক সপ্তাহ তাঁর হাঁটাচলা বন্ধ ছিল বলেও জানিয়েছেন টেলর।
আরও পড়ুন:
টেলর এ-ও দাবি করেছেন যে, চিকিৎসকেরাও তাঁর অবস্থা দেখে ঘাবড়ে গিয়েছিলেন। বিষয়টি স্বাভাবিক নয় বলেও নাকি জানিয়েছিলেন চিকিৎসকেরা। টেলর বলেন, ‘‘আমি কখনও ভাবিনি যে আমার সঙ্গে এমনটা ঘটবে। খুবই খারাপ। এক বার ভেবেছিলাম যে এর থেকে মরে যাওয়া ভাল। আমি আর কখনও এই ভুল করব না।’’
আরও পড়ুন:
নেটপ্রভাবীর দাবি সমাজমাধ্যমেও হইচই ফেলেছে। নেটপ্রভাবীর দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এমন অদ্ভুত জিনিস কখনও শুনিনি। আর যদি এই খবর সত্যি হয়, তা হলে বেশ চিন্তার।’’