Advertisement
E-Paper

হাসপাতালে যাওয়ার পথে প্রসবযন্ত্রণা! গাড়িতেই সন্তানের জন্ম দিলেন মহিলা, নিরাপদে চিকিৎসকদের কাছে পৌঁছে দিল ‘রোবট’ গাড়ি

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে যাওয়ার জন্য ‘ওয়েমো’ নামের স্ব-চালিত গাড়ি সংস্থা থেকে একটি গাড়ি ভাড়া করেন অন্তঃসত্ত্বা ওই মহিলা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪০
Woman gives birth in self-drive car on her way to hospital in San Francisco

ছবি: এআই সহায়তায় প্রণীত।

গাড়িতে চড়ে হাসপাতালে যাচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। গাড়িতে কোনও চালক ছিন না। স্ব-চালিত গাড়ি সেই রোবোট্যাক্সি, ম্যাপ দেখে নিয়ে যাচ্ছিল তরুণীকে। তবে মাঝপথেই ওই তরুণীর প্রসবযন্ত্রণা শুরু হয়। চলন্ত গাড়িতেই সন্তানের জন্ম দেন তিনি। অদ্ভুত এবং চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার সান ফ্রান্সিসকোয়। ইতিমধ্যেই হইচই ফেলেছে সেই ঘটনার খবর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে যাওয়ার জন্য ‘ওয়েমো’ নামের স্ব-চালিত গাড়ি সংস্থা থেকে একটি গাড়ি ভাড়া করেন অন্তঃসত্ত্বা ওই মহিলা। কিন্তু ওই সংস্থার ‘রিমোট রাইডার সাপোর্ট টিম’ মহিলার যাত্রার সময় ‘অস্বাভাবিক কার্যকলাপ’ শনাক্ত করেন। মহিলা ঠিক আছেন কি না জানতে তাঁকে ফোনও করা হয়। কিন্তু মহিলা ফোন না তোলায় পুলিশে খবর দেন সংস্থার কর্মীরা। পরে জানা যায়, হাসপাতাল যাওয়ার পথে মাঝরাস্তাতেই ওই মহিলার প্রসবযন্ত্রণা শুরু হয়েছিল। ফলে গাড়িরই পিছনের আসনে সন্তান জন্ম দেন তিনি। প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। তবে বড় কোনও বিপদ ঘটার আগেই মহিলাকে নিয়ে নিরাপদে হাসপাতালে পৌঁছে যায় স্বয়ংক্রিয় গাড়ি।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান ফ্রান্সিসকো হাসপাতালের মুখপাত্র জেস বার্থোল্ড সোমবার রাতে মা এবং শিশুটির হাসপাতালে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য দিকে মহিলা গাড়িতে সন্তানের জন্ম দেওয়ার কারণে গাড়িটিতে রক্ত লেগে যায়। ফলে সেটি পরিষ্কারের জন্য গাড়িটি পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ওই ঘটনার পর ওয়েমোর এক মুখপাত্র সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘আমরা মানুষের ছোট এবং বড় মুহূর্তগুলির বিশ্বস্ত স‌ঙ্গী হতে পেরে গর্বিত। আমরা নতুন পরিবারকে শুভকামনা জানাই। মহিলা এবং শিশুকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিতে পেরে আমরা খুশি।’’

ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়েছে নেটমাধ্যমে। মা এবং নবজাতক— উভয়কেই শুভেচ্ছা জানিয়েছেন নেটাগরিকেরা।

Bizarre Incident Bizarre Pregnant lady Automated Car america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy