হাতে ব্যাগ নিয়ে রাস্তায় হাঁটছেন এক মহিলা। তাঁর সামনেই দাঁড়িয়ে ছিল একটি অটো। ধীরে সুস্থেই হাঁটতে হাঁটতে অটোর দিকে এগোচ্ছিলেন ওই মহিলা। এমন সময় আচমকা তির বেগে ছুটে এল একটি গাড়ি।
অটোর পিছনে সজোরে ধাক্কা মারল গাড়িটি। দুর্ঘটনায় কয়েক সেকেন্ডে ছিটকে গিয়ে উল্টে গেল অটো। অটো ও গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে গেলেন ওই মহিলা। কিন্তু বরাতজোরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি। এমনই একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
Narrow escape but how long do we depend on luck?
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC) September 1, 2022
Be responsible on Roads #RoadSafety pic.twitter.com/JEck2aXIuK
আরও পড়ুন:
ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন অনেকেই। দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হতে পারতেন ওই মহিলা। কিংবা প্রাণহানিও ঘটতে পারত। কিন্তু অল্পের জন্য যে ভাবে রক্ষা পেলেন ওই মহিলা, তা দেখে আশ্চর্য হয়েছেন নেটাগরিকরা।
ভিডিয়োটি টুইট করেছেন আইপিএস অফিসার ভিসি সজ্জনর। কোন এলাকার এই ঘটনা, তা জানা যায়নি। ভিডিয়োটি দেখে বোঝা যাচ্ছে, এটা সিসিটিভি ফুটেজ। গত ২৮ অগস্টের ঘটনা।