Advertisement
E-Paper

বেতন হতে হবে আড়াই কোটির বেশি, রাখতে হবে বিলাসিতায় মুড়ে! হবু স্বামীর জন্য লম্বা তালিকা দিলেন তরুণী

অনলাইন ডেটিং অ্যাপে এক জন তরুণীর সঙ্গে আলাপ হয়েছে তাঁর। তরুণীর ডেটিং প্রোফাইল ঘেঁটে তিনি জানতে পেরেছেন যে, সঙ্গী হিসাবে সেই তরুণী এক জনকে তখনই পছন্দ করবেন যদি তাঁর তালিকার সকল শর্ত মিলে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১২:১১

—প্রতীকী ছবি।

সারা জীবন এক জনের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেবেন। ভবিষ্যৎ নিয়ে সব রকম পরিকল্পনা করে তবেই সে সম্পর্কে এগোবেন তরুণী। তাই বিয়ে করার আগে এক লম্বা তালিকা তৈরি করে ফেলেছেন তিনি। তাঁর জীবনসঙ্গী হতে গেলে কী কী গুণ থাকা প্রয়োজন তা লিখেছেন তরুণী। সব শর্ত মিলে গেলেই চার হাত এক করবেন তিনি। নচেৎ সেই তরুণের সঙ্গে সম্পর্কে জড়ালেও বিয়ে নিয়ে চিন্তাভাবনা করবেন না। অনলাইন ডেটিং অ্যাপে এক অচেনা তরুণের সঙ্গে আলাপ হওয়ার পর এমনটাই জানালেন তরুণী। সেই তরুণের হাতে ধরিয়ে দিলেন তাঁর তৈরি লম্বা তালিকাও। সম্প্রতি সেই চ্যাটের স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘আর/টিন্ডার’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় চ্যাটের স্ক্রিনশটের ছবি পোস্ট করেছেন এক তরুণ। অনলাইন ডেটিং অ্যাপে এক জন তরুণীর সঙ্গে আলাপ হয়েছে তাঁর। তরুণীর ডেটিং প্রোফাইল ঘেঁটে তিনি জানতে পেরেছেন যে, সঙ্গী হিসাবে সেই তরুণী তখনই এক জনকে পছন্দ করবেন যখন তাঁর তালিকার সকল শর্ত মিলে যাবে। কৌতূহলবশত তরুণীর কাছ থেকে সেই তালিকা চেয়ে বসেন তরুণ। লম্বা তালিকা দেখে চমকে যান তিনি।

স্বামী হিসাবে এমন সঙ্গীকেই পছন্দ করবেন তরুণী যিনি আর্থিক ভাবে সচ্ছল হবেন। ভারতীয় মুদ্রায় কমপক্ষে আড়াই কোটি টাকা বেতন হওয়া প্রয়োজন সেই তরুণের। তরুণীকে আপাদমস্তক বিলাসিতায় মুড়ে রাখতে হবে। বাড়ির কাজ সামাল দেওয়ার জন্য যেন আলাদা কর্মী রাখেন। রান্নার জন্য রাঁধুনিও রাখতে হবে। বাড়ির কুটোটি নাড়তে চান না তরুণী। নিয়মিত শরীরচর্চা করতে হবে সেই তরুণকে।

দেহের গড়ন যেন নজরকাড়া হয়। সেই তরুণ যেন সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারেন, ঘুরতে যেতে ভালবাসেন। তরুণীকে সব সময় ভালবাসায় ডুবিয়ে রাখবেন। তরুণের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যেন সেই তরুণীই হন। তরুণীর সিদ্ধান্তকে সমর্থন করবেন। সকল পরিস্থিতিতে তরুণীর হাত শক্ত করে ধরে রাখবেন। কোনও কথা দিলে তা যে কোনও পরিস্থিতিতে রাখতে হবে সেই তরুণকে। তাঁদের যৌনজীবন যেন সুখকর হয়। গর্ভনিরোধকের যাবতীয় দায়িত্ব যেন সেই তরুণ নেন।

তরুণী তাঁর শরীরে কোনও হরমোন প্রয়োগ করতে রাজি নন। তালিকা অনুযায়ী সকল শর্ত মিলে গেলেই সেই তরুণকে বিয়ে করতে রাজি হবেন তরুণী। স্ক্রিনশটটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এই তালিকা তাঁর হাতে ধরিয়ে দিলে তিনি নিজে সেই শর্ত পূরণ করতে পারবেন তো?’’ আবার এক জন লিখেছেন, ‘‘তরুণীর বিলাসবহুল জীবনের প্রতি লোভ রয়েছে। ভালবাসা না হলেও চলে যাবে।’’

Bizarre dating app Marriage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy