Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খুনিরা শাস্তি পেল না, ক্ষোভ তাপসীর বাবার

১৩ বছর আগে সিঙ্গুরে খুন হয়েছিলেন তাপসী মালিক। বুধবার ছিল তাঁর মৃত্যু দিবস। মেয়ের খুনের ঘটনায় এখনও কারও শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাপসীর বাবা মনোরঞ্জন মালিক।

স্মরণ: মূর্তিতে মালা দিচ্ছেন মনোরঞ্জন মালিক। নিজস্ব চিত্র

স্মরণ: মূর্তিতে মালা দিচ্ছেন মনোরঞ্জন মালিক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সিঙ্গুর শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৩:৪১
Share: Save:

১৩ বছর আগে সিঙ্গুরে খুন হয়েছিলেন তাপসী মালিক। বুধবার ছিল তাঁর মৃত্যু দিবস। মেয়ের খুনের ঘটনায় এখনও কারও শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাপসীর বাবা মনোরঞ্জন মালিক। প্রতি বছরই সিঙ্গুরে এই দিনটি পালন করে তৃণমূল। সিঙ্গুরে এ দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিবিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। তিনি অবশ্য তাপসীর বাবার ক্ষোভ নিয়ে মুখ খুলতে চাননি।

তাপসী মারা গিয়েছেন ২০০৬ সালে। তাঁর খুনের ঘটনার পরই সিঙ্গুরের জমি আন্দোলন গতি পায়। ওই ঘটনার তদন্ত করে সিবিআই। ক্ষুব্ধ মনোরঞ্জনবাবু এ দিন বলেন, ‘‘একটাই দুঃখ, মেয়ের খুনের দোষীদের সাজা হল না। আমি তাদের ফাঁসি চাই।’’

এদিন সিঙ্গুরে হাজির ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। তিনি এ দিন তাপসীর মূর্তিতে মালা দেন। মনোরঞ্জনবাবুর তোলা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘বিষয়টি আদালতের বিচারাধীন। তাই মন্তব্য করা উচিত নয়। তবে সেই সময় দিদি সিবিআই দাবি করায় অপরাধীরা গ্রেফতার হয়েছিল। শুধু মনোরঞ্জনবাবুর পরিবার নয়, সিঙ্গুরের প্রতিটি মানুষের পাশেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।’’

তপনবাবু মন্তব্য না করলেও সিঙ্গুরে তৃণমূলের ব্লক সভাপতি মহাদেব ঘোষ অবশ্য বলেন, ‘‘আমাদের বিচার ব্যবস্থায় একটু দেরি হয় ঠিকই, তবে দোষীরা সাজা পাবেই। আমরা আশাবাদী।’’ ওই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন, সিঙ্গুরে সিপিএমের তৎকালীন জোনাল সম্পাদক সুহৃদ দত্ত। তিনি এ দিন বলেন, ‘‘বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু আদালতে সিবিআইয়ের তরফে কেউ আসছেন না। সুপ্রিম কোর্টে আমার জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। কিন্তু তার কোনও উপযুক্ত প্রমাণ তারা আদালতে পেশ করতে পারেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE