পঞ্চমীর রাতে রেললাইন পারাপারের সময়ে শ্যামনগর স্টেশনে ‘থ্রু’ টেনের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। গুরুতর আহত দু’জন। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি শনিবার রাত ১১ নাগাদ ঘটেছে। রাত পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে চার জন ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও তাঁরা লাইন পারাপার করছিলেন। সেই সময়ে একটি ‘থ্রু’ টেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্য দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃতদের নাম ও পরিচয় জানতে পারেনি রেল পুলিশ। এই ঘটনার পর রেল পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়েরা।