বচসার সময়ে ভাইকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। এই ঘটনায় ভাইয়ের মৃত্যুর পরে দাদা-সহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে টিটাগড় লক্ষ্মী ঘাট এলাকার ঘটনা।
মৃতের নাম গোবিন্দ যাদব (৫০)। দাদা গোপাল যাদব এবং পরিবারের আরও ছয় সদস্য— অভিষেক যাদব, ঋত্বিক যাদব, মুন্নি যাদব, জ্যোতি যাদব, নিধি রাজভড় ও নিশা রাজভড়কে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। অভিযোগ, বচসার সময়ে তাঁরাও গোপালকে সাহায্য করেছিলেন। স্থানীয় সূত্রের খবর, ওই পরিবারে সম্পত্তি নিয়ে আগে থেকেই ঝামেলা চলছে। ২০১৮ সালে এর জেরেই জেঠামশাই দীননাথ যাদবকে খুন করেছিল গোবিন্দ। কয়েক দিন আগেই জেল থেকে ছাড়া পায় সে। শুক্রবার রাতে গোবিন্দ নেশাগ্রস্ত অবস্থায় ভাইঝিকে মারধর করে বলে অভিযোগ। তখনই ছাদ থেকে ফেলে দেওয়া হয় তাকে। প্রথমে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে এবং পরে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে। ভোরে সেখানেই মৃত্যু হয় তার। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)