রাজ্যভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ রবীন্দ্র বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র অর্ঘ্যদীপ আদক।
২০২৪ সালের অক্টোবর মাসে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে অর্ঘ্যদীপ। এখন সে পাথরপ্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন জমা দিয়েছে। প্রাথমিক শিক্ষা জীবনের প্রথম বৃত্তি পরীক্ষার সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়েরা। রাজ্যে প্রথম হয়েছে তিন জন। সুন্দরবনের অর্ঘ্যদীপ, কোচবিহারের ঋদ্ধিমান দে এবং পূর্ব মেদিনীপুরের স্বপ্নদীপ মণ্ডল।
অর্ঘ্যদীপের স্কুলের প্রধান শিক্ষক অনুপকুমার প্রামাণিক বলেন, ‘‘অর্ঘ্যদীপের এই সাফল্যে স্কুলের পক্ষ থেকেও তাকে পুরস্কৃত করা হয়েছে।’’ অর্ঘ্যদীপ বৃত্তি পরীক্ষায় বাংলায় একশোতে একশো, ইংরাজিতে পঞ্চাশে উনপঞ্চাশ, অঙ্কে ৯৮, সমাজ বিজ্ঞানে একশোতে একশো, বিজ্ঞানে পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করায় খুশি অর্ঘ্যদীপ নিজেও।
ওই পড়ুয়ার বাবা-মা দুজনেই স্কুল শিক্ষক। যে স্কুলে অর্ঘ্যদীপ পড়াশোনা করত, সেই স্কুলে পড়াতেন তাঁর মা মোনালিসা আদক। বাবা অতনু মাদ্রাসা শিক্ষক। লেখাপড়ায় মা-বাবাই তার অনুপ্রেরণা বলে জানিয়েছে অর্ঘ্যদীপ।
ওই পড়ুয়ার বাবা বলেন, ‘‘যখন মন চায় তখন পড়াশোনা করে। খেলাধুলোর পাশাপাশি ছবি আঁকতে পছন্দ করে। অনেক পথ পেরোতে হবে ওকে। ও যা হতে চায়, তাতেই আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)