পুর নির্বাচন পিছিয়ে গেলেও প্রতিটি পুরসভাতেই নির্বাচন প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতির দিক থেকে পিছিয়ে নেই বনগাঁ পুরসভাও। বনগাঁতে প্রত্যেক রাজনৈতিক দলই ভোটযুদ্ধে জিততে নির্বাচনী ময়দানে নেমে পড়েছে। আর সেই মর্মেই বুধবার বিকেলে বনগাঁ পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকের আয়োজন করে বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে গাঁধী পল্লিতে অবস্থিত জেলা পার্টি অফিসে এই বৈঠকের আয়োজন করা হয়। বনগাঁ উত্তর ও দক্ষিণ পুর মণ্ডলের এই বৈঠকে নানা বুথ থেকে কর্মীরা উপস্থিত হয়েছিলেন। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না খোদ বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। উপস্থিত ছিলেন না বনগাঁর দাপুটে বিজেপি নেতা দেবদাস মণ্ডলও।
যদিও এই প্রসঙ্গে বনগাঁ বিজেপি-র সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস জানান, ‘‘একজন বিধায়কের অনেক কাজ থাকে। অথবা তিনি ব্যস্ত আছেন। সেই কারণেই তিনি বৈঠকে উপস্থিত হননি।’’ দেবদাসকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলেও তিনি জানান।