ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে। রবিবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহর এলাকায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্তও।
মৃত ওই ব্যবসায়ীর নাম ভাস্কর বন্দ্যোপাধ্যায় (৬২)। তিনি হালিশহরের জেটিয়ার উত্তর নান্না এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কাজ করার জন্য ভাস্করের বাড়িতে গিয়েছিলেন পরিচারিকা। তিনি দেখতে পান, বাড়ির দরজা খোলা। এর পর ঘরের ভিতরে ঢুকে ভাস্করের রক্তাক্ত দেহ দেখতে পান তিনি। এর পর তিনি বিষয়টি জানান প্রতিবেশীদের। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকার বাসিন্দাদের সন্দেহ, ভাস্করকে খুন করা হয়েছে। ভুবন কর নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘ওঁর চশমার দোকান আছে। উনি খুব ভাল ছিলেন। আমার সঙ্গে ওঁর পরিচয় ছিল। ওঁর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, ওঁর কোনও বদ সঙ্গ ছিল না। ওঁর কোনও রাজনৈতিক যোগাযোগও ছিল না। ওঁর মতো মানুষকে কারা খুন করল তা পুলিশ তদন্ত করে বিষয়টি সামনে আনুক।’’
আরও পড়ুন:
-
শেষ চারের আগে ভারতের চিন্তা অধিনায়ককে নিয়ে, প্রাক্তন অধিনায়কের মতো অবস্থা হবে না তো
-
সরাসরি: ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পর পর উইকেট হারাল জ়িম্বাবোয়ে
-
পাঁচ বলে ওভার দেওয়া সেই আম্পায়ারের ভুলেই কি বিশ্বকাপ থেকে বিদায় শাকিবদের?
-
‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটাই হয়!’, তাঁকে ঘিরে যাবতীয় বিতর্ক প্রসঙ্গে অকপট নায়িকা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বাড়িতে একাই ছিলেন ভাস্কর। তাঁর স্ত্রী গিয়েছেন বেঙ্গালুরুতে, মেয়ের বাড়ি। তবে সন্ধান পাওয়া যাচ্ছে না ভাস্করের মোবাইলটির। আর তা নিয়েই রহস্য ঘনাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।