E-Paper

ঢুকছে ছিটেফোঁটা, অধরাই পদ্মার ইলিশ

উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়েই ট্রাকে বাংলাদেশ থেকে ইলিশ আসে। উৎসব উপলক্ষে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মতো ১৬ সেপ্টেম্বর থেকে ইলিশ রফতানি শুরু হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩০

—প্রতীকী চিত্র।

মাথায় থাকুক পদ্মার ইলিশ! পুজোয় ঢাকার উপহার বহু প্রতীক্ষিত ইলিশের স্বপ্ন, দেবীপক্ষ পড়তে না-পড়তেই উবে যেতে বসেছে। কলকাতার লেক মার্কেটের অজিত মাইতি বা গড়িয়াহাটের ভূতনাথ ঘোড়ুইরা বলছেন, ২৪০০-২৫০০ টাকা কেজি দরে পদ্মার ইলিশ ছুঁতে হাতে ছ্যাঁকা লাগছে অনেকেরই। দমদমের বাজারের তপন দাসও বলছেন, পদ্মার ইলিশ ঢুকছেই যৎসামান্য। পেট্রাপোল শুল্ক দফতর সূত্রের খবর, বুধবার পর্যন্ত ২১টি ট্রাকে ইলিশ এসেছে মাত্র ৮২ টন। এর মধ্যে বুধবার এসেছে মাত্র দু’টন।

উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়েই ট্রাকে বাংলাদেশ থেকে ইলিশ আসে। উৎসব উপলক্ষে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মতো ১৬ সেপ্টেম্বর থেকে ইলিশ রফতানি শুরু হয়েছিল। ৫ অক্টোবর পর্যন্ত এ দেশে মোট ১২০০ টন বাংলাদেশি ইলিশ আসার কথা। ‘‘যা ইলিশ ঢুকছে, তাতে ওই ১২০০ টনের ভগ্নাংশটুকু আমরা পাব কী না সন্দেহ’’, বলছেন ফিশ ইমপোর্টাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ। গত বছরও ঢাকার প্রস্তাবিত ২৪২০ টন ইলিশের মধ্যে ৫৭৭ টন টেনেটুনে ঢুকেছিল।

পেট্রাপোল শুল্ক দফতরের ডেপুটি কমিশনার দিব্যেন্দু দাস বলেন, ‘‘বাংলাদেশে ইলিশের দাম বেড়ে যাওয়ার কারণেই আমদানি কমছে।’’ ইলিশ আমদানিকারী সংস্থা ‘হিলশা’র সভাপতি অতুলচন্দ্র দাস বলেন, ‘‘বাংলাদেশে রফতানির মতো ইলিশের জোগান না থাকায় সমস্যা কমছে।’’ খাতায়-কলমে বাংলাদেশ থেকে রফতানি মূল্য ১১০০ টাকা কেজিতে রেখেছিল ঢাকা। কিন্তু তার সঙ্গে বাস্তবের মিল নেই। সীমান্তে বাণিজ্যের সঙ্গে যুক্ত পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বাংলাদেশে এখন ইলিশের (এক কেজি বা তার বেশি ওজনের) দাম কেজি প্রতি ২৬০০-২৭০০ বাংলাদেশি টাকা। ভারতীয় টাকায় ২০০০ টাকার বেশি। ফলে, এ দেশের বাজারে দাম অনেকটাই বাড়বে সন্দেহ নেই।

পদ্মার ইলিশ তেমন না-ঢুকলেও মায়ানমারের ইলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে দাবি আমদানিকারীদের। পুজোর দিনগুলিতে শ্রমিকের অভাবে ইলিশ আমদানিতে সমস্যার আশঙ্কাও করছে কেউ কেউ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Hilsa Fish Hilsa Market Hilsa Import Padma River Bangladesh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy