Advertisement
০২ মার্চ ২০২৪
Sunderbans

পুজোয় সুন্দরবনে বাড়তি পাওনা গ্রামের ঠাকুর দেখা

সুন্দরবনের অন্যতম আকর্ষণ লঞ্চ চেপে ম্যানগ্রোভের  জঙ্গল ঘুরে দেখা। কপাল ভাল থাকলে দেখা মিলতে পারে বাঘের। এ ছাড়া হরিণ, কুমির-সহ অন্যান্য বন্য জন্তুরও দর্শন মেলে অনেক সময়ে।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

প্রসেনজিৎ সাহা 
ক্যানিং শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৬:২০
Share: Save:

গত দু’বছর করোনার প্রকোপে একাধিকবার সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতেই সুন্দরবন ভ্রমণে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। পুজোর ছুটিতে বেড়ানোর জন্যেও অনেকেই বেছে নিচ্ছেন বাদাবনকে। সুন্দরবনের অন্যতম আকর্ষণ লঞ্চ বা ভুটভুটিতে চেপে ম্যানগ্রোভের জঙ্গল ঘুরে দেখা। কপাল ভাল থাকলে দেখা মিলতে পারে বাঘের। এ ছাড়া হরিণ, কুমির-সহ অন্যান্য বন্য জন্তুরও দর্শন মেলে অনেক সময়ে।

চোখে পড়বে নানা ধরনের পাখি। নদীপথে ঘুরতে ঘুরতেই থাকে পেটপুজোর ব্যবস্থা। ট্যুর অপারেটরদের দাবি, ইতিমধ্যেই সুন্দরবন ভ্রমণের জন্য বুকিং শুরু হয়েছে। পর্যটন ব্যবসায়ী নিউটন সরকার, শম্ভুনাথ মান্নারা বলেন, ‘‘বুকিং জোর কদমে চলছে। পুজোয় সুন্দরবন ভ্রমণকে আকর্ষণীয় করতে ষষ্ঠী থেকে দশমী পর্যটকদের গ্রামের ঠাকুর দেখানো হবে। অঞ্জলি দেওয়া, ভোগ খাওয়ার ব্যবস্থাও থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE