Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Habra

CPM MLA: প্রয়াত হাবড়ার প্রাক্তন বিধায়ক প্রণবকুমার ভট্টাচার্য, ৭৫ বছর বয়সে মৃত্যু সিপিএম নেতার

মঙ্গলবার ভোরে মৃত্যু হয় প্রণবের। তাঁর চোখ দান করা হয়েছে। দেহ তুলে দেওয়া হবে এনআরএস মেডিক্যাল কলেজের হাতে।

প্রয়াত প্রণবকুমার ভট্টাচার্য।

প্রয়াত প্রণবকুমার ভট্টাচার্য। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাবরা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৩:৩৬
Share: Save:

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক প্রণবকুমার ভট্টাচার্যের। মঙ্গলবার হিজলপুকুর এলাকায় নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটিতে ছিলেন তিনি। তাঁর মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমেছে বাম নেতা-কর্মীদের মধ্যে।

মঙ্গলবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ মৃত্যু হয় প্রণবের। শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁর চোখ দান করা হয়েছে। তাঁর দেহ তুলে দেওয়া হবে এনআরএস মেডিক্যাল কলেজের হাতে। নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলীয় কর্মীরা জড়ো হতে থাকেন তাঁর বাড়িতে। প্রণবের পরিবারে স্ত্রী, কন্যা-সহ অন্যান্য সদস্য রয়েছেন।

১৯৭৯ সালে হাবড়া পুর বোর্ডের প্রথম উপ-পুরপ্রধান হন প্রণব। পরবর্তী সময়ে ১৯৮৮-৯৩ সাল পর্যন্ত হাবড়া পুরসভার প্রথম পুরপ্রধানও হন তিনি। প্রণব হাবড়া বিধানসভার বিধায়ক ছিলেন ২০০৬-১১ সাল পর্যন্ত। পেশায় তিনি ছিলেন শ্রীচৈতন্য কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক। শেষ দিকে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও সামলান তিনি। এ ছাড়াও জেলার বিভিন্ন কলেজের পরিচালন সমিতির সদস্যও ছিলেন প্রণব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Habra CPM Death MLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE