এসআইআরের আবহে অনুপ্রবেশকারীদের বাংলা ছাড়ার হিড়িক দেখা গিয়েছে। ঠিক তখনই এক বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে লুকিয়ে ভারতে ঢোকানোর অভিযোগে গ্রেফতার হলেন বাংলার বাসিন্দা। বুধবার তা-ই নিয়ে হইচই উত্তর ২৪ পরগনার হাবড়ায়। তৃণমূল আঙুল তুলেছে বিএসএফের দিকে। বিজেপির দাবি, ভোটের স্বার্থে রাজ্যে অনুপ্রবেশকারীদের অবাধে ঢুকতে দিয়েছে শাসকদল।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিশ্বজিৎ বাগচী। বয়স ৩৯ বছর। হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকায় তাঁর বাড়ি। মাস দুয়েক আগে পাসপোর্ট এবং ভিসা নিয়েই বাংলাদেশে গিয়েছিলেন তিনি। কিন্তু দেশে ঢোকেন গোপনে এবং সঙ্গে করে নিয়ে আসেন এক নাবালিকাকে।
ওই মেয়েটির বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। বছর ষোলো বয়স। পুলিশ জানতে পেরেছে, গত ৯-১০ নভেম্বর পেট্রাপোল সীমান্ত দিয়ে তাঁরা বাংলায় প্রবেশ করেন। তবে বাড়ি না ঢুকে প্রথমে ওই মেয়েটিকে নিয়ে বাগদায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন বিশ্বজিৎ। দিন কয়েক আগে বাড়ি ফিরেছিলেন। গোপন সূত্রে ওই সমস্ত তথ্য পেয়ে টুনিঘাটার তাঁদের আটক করে হাবড়া থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার বারাসত আদালতে হাজির করিয়ে তাঁকে হেফাজতে নিতে চেয়েছে পুলিশ। পাশাপাশি নাবালিকাকে পাঠানো হয়েছে হোমে।
আরও পড়ুন:
অন্য দিকে, হিঙ্গলগঞ্জের সাহেবখালি থেকে বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, স্থানীয় বাসিন্দাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছিলেন আনোয়ার মোড়ল নামে ওই ব্যক্তি।