শ্বশুরকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করল। মঙ্গলবার রাতে গাইঘাটার পুলিশ স্বরূপনগর থানার তেপুল থেকে নীহার মণ্ডল নামে ওই যুবককে ধরে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিহার বাংলাদেশি। মাস ছ’য়েক আগে এ দেশে আসে। রবিবার সকালে পুলিশ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় বড়া কৃষ্ণনগর এলাকার ধান খেত থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধার করে। মাথায় আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ও নোটবুক মেলে। ওই মোবাইলের সূত্র ধরেই পুলিশ নীহারকে ধরতে পেরেছে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম গোপাল বিশ্বাস (৪৫)। বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। ও দেশে গোপালবাবুর মেয়ের সঙ্গে বিয়ে হয় নীহারের। কিন্তু বিয়ে মেনে নিতে পারেননি গোপালবাবু। বিয়ে ভেঙে দেওয়ারও চেষ্টা করেছিলেন। সেই রাগ পুষে রেখেছিল নীহার।
দিন কয়েক আগে এ দেশে মেয়ের বাড়িতে এসেছিলেন গোপালবাবু। নাতি ও মেয়েকে সঙ্গে করে দেশে ফেরার কথা ছিল। মেনে নিতে পারেনি নীহার। গোপালবাবুকে সরিয়ে দেওয়া ছক কষে সে।
শনিবার বিকেলে শ্বশুরকে নিয়ে ঠাকুরনগর বাজারে আসে ওই যুবক। ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। নীহার শ্বশুরকে নিয়ে বড়া কৃষ্ণনগর এলাকায় দিয়ে যাচ্ছিল। অভিযোগ, সে সময়ে মাথায় হাতুড়ির ঘা মেরে সে শ্বশুরকে খুন করে। দেহ ধান খেতে ফেলে পালায়।