তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশী প্রৌঢ়র বিরুদ্ধে।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের নারায়ণপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রসিদ সর্দার। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এ দিন বিকেল ৪টা নাগাদ বছর পঞ্চাশের রসিদ মাঠে ঘাস তোলার জন্য গ্রামের চার শিশুকে খাওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। অভিযোগ, সুযোগ বুঝে রসিদ তাদের মধ্যে একজনকে পাট খেতের মধ্যে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। সে সময়ে ওই কিশোরীর এক আত্মীয় তা দেখে ফেলে। শিশুটিও অসুস্থ হয়ে পড়ে। এরপরেই পালায় রসিদ। মেয়েটিকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।