পুত্রের বিয়ের নিমন্ত্রণ করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বাবার। রবিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের জয়াতলা এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসত এলাকার বাসিন্দা রূপচাঁদ মণ্ডল। সামনেই তাঁর পুত্র শেখর মণ্ডলের বিয়ে। রবিবার তিনি ছেলে শেখরকে নিয়ে বেরিয়েছিলেন আত্মীয়স্বজনদের নিমন্ত্রণ করতে। কিন্তু পথে ঘটে দুর্ঘটনা। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের জয়াতলা এলাকায় আচমকা তাঁর মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে। আরও জানা গিয়েছে, কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান রূপচাঁদ। মোটরসাইকেল থেকে তিনি এবং শেখর দু’জনেই পড়ে যান। দু’জনেই চোট পান মাথায়।
আরও পড়ুন:
-
বাঙালি ক্যানসার রোগীকে দিল্লিতে নামিয়ে দেওয়া হল কেন? আমেরিকার বিমান সংস্থার জবাব চাইল ভারত
-
আর কনকনে ঠান্ডা নয়! রবিবার রাত থেকেই তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের
-
প্রেম এসেছিল সরবে, মুশারফকে দু’দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন!
-
কার্গিল যুদ্ধ থেকে আগরা চুক্তি, মুশারফের জমানায় ভারত-পাকিস্তান সম্পর্কের উত্থানপতন
জখম অবস্থায় দু’জনকেই উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তবে চিকিৎসকরা রপচাঁদকে মৃত বলে জানান। শেখরের শারীরিক অবস্থা স্থিতিশীল।