Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mid Day Meal

নিম্নমানের মিড-ডে মিলের অভিযোগে স্কুলে বিক্ষোভ

ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের ওই স্কুলটিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৭০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে।

Principal of Kharampur High School

প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকেরা। ছবি: নির্মল বসু

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৪৯
Share: Save:

নিম্নমানের মিড-ডে মিল দেওয়ার অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। সোমবার বসিরহাটের হাসনাবাদের ভবানীপুর ১ পঞ্চায়েতের খড়মপুর হাইস্কুলের ঘটনা।

ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের ওই স্কুলটিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৭০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে। ২২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছেন। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে স্কুলগুলিতে মিড-ডে মিলের বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে। বাড়তি টাকায় উন্নতমানের মিড-ডে মিলদেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই স্কুলটিতে বেশ কিছুদিন ধরেই পড়ুয়াদের ঠিক মতো মিড-ডে মিলের খাবার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছিল। এদিনও একই অভিযোগ তুলে অভিভাবকেরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি স্কুলের উন্নয়ন খাতের অর্থ নয়ছয় করারও অভিযোগ ওঠে। প্রধান শিক্ষককে ঘেরাও করেন অভিভাবকদের একাংশ। তাঁর বদলিরও দাবি ওঠে। ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে।

এ দিন অভিভাবকদের পক্ষে সামাদ সর্দার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন স্কুলে উন্নত মানের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। সেখানে এই স্কুলে খাবারের মান দিন দিন কমছে। আমাদের ছেলেমেয়েরা জানিয়েছে, খাবারে তেল কম থাকে, আনাজ-ডিম ঠিকমতো দেওয়া হয় না। মরসুমি ফলও পাচ্ছে না তারা। প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ।’’

আর এক অভিভাবক আসুরা বিবি বলেন, ‘‘পড়ুয়াদের দিনের পর দিন বিস্বাদ খাবার খেতে দেওয়া হয়। বিষয়টি দেখার জন্য প্রধান শিক্ষককে বলা হলেও তিনি গুরুত্ব দেন না। প্রতিবাদ জানাতে বিক্ষোভে নামতে বাধ্য হয়েছি।’’

অভিযোগ অস্বীকার করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ ঘোষ বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ। মিড-ডে মিলের নিয়ম মেনেই পড়ুয়াদের খাবার দেওয়া হয়।’’

এই বিষয়ে ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mid Day Meal Basirhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE