Advertisement
১১ মে ২০২৪
Clash

Clash: বোলতার চাকে ঢিল, তা নিয়ে রক্তারক্তি কাণ্ড দেগঙ্গার দুই পরিবারে, হাসপাতালে কয়েক জন

দেওয়ানআটি-দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মামুদ আলি সর্দার এবং রেজাউল সর্দারের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে।

হাসপাতালে জখমরা।

হাসপাতালে জখমরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দেগঙ্গা শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৮:৩৩
Share: Save:

বোলতার চাকে ঢিল মারা নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষ। তার জেরে আহত ছয়। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা হাদিপুর-ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওয়ানআটি-দক্ষিণপাড়া এলাকায়।

দেওয়ানআটি-দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মামুদ আলি সর্দার এবং রেজাউল সর্দারের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মামুদ আলি সর্দারের বাড়ির রান্নাঘরে বোলতার চাক রয়েছে। তাতে ঢিল প্রতিবেশী রেজাউল সর্দারের বাড়ির বাচ্চারা ঢিল ছোড়ে বলে অভিযোগ। সেই বোলতা উড়ে পথচলতি মানুষকে কামড়ায়। আর তা নিয়ে বচসা শুরু হয় দু’পক্ষের। তা থেকে সংঘর্ষ বাধে। অভিযোগ, রেজাউল সর্দারের পরিবারের সদস্যরা মামুদ সর্দারের উপর চড়াও হন। ধারালো অস্ত্র দিয়ে মামুদ সর্দারের মাথায় কোপ মারা হয় বলেও অভিযোগ উঠেছে। সংঘর্ষে ছ’জন জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ‌।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Clash Deganga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE