খেলার নাম করে দুই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। ‘নির্যাতিত’ দুই নাবালিকার পরিবারের অভিযোগ, তাদের ধর্ষণ করেছে সপ্তম শ্রেণির ছাত্রটি। একটি মেয়ের শারীরিক পরিস্থিতি শঙ্কাজনক। তার চিকিৎসা চলছে। অভিযোগের ভিত্তিতে কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাকে জুভেনাইল কোর্টে হাজির করানো হবে।
‘নির্যাতিত’ এক বালিকার কাকিমার দাবি, তাঁদের বাড়ির কাছাকাছি অভিযুক্তের বাড়ি। তাঁদের পরিবারের দুই মেয়েকে খেলবে বলে ডেকে নিয়ে যায় ছেলেটি। তার পরে বাঁশবাগানে ডেকে নিয়ে গিয়ে দু’জনকে যৌন নিগ্রহ করে ওই নাবালক। এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ওই মহিলার কথায়, ‘‘ছেলেটির স্বভাব ভাল নয়। শনিবার আমাদের বাড়ির এক মেয়ে কান্নাকাটি শুরু করে। বলে প্রচণ্ড পেটের ব্যথা। নানা কথা জিজ্ঞাসা করার পরে মেয়েটি জানিয়েছে, তাদের সঙ্গে কী কী করেছে ওই ছেলেটি।’’ তিনি আরও বলেন, ‘‘শুধু ওদের ‘রেপ’ করাই নয়, ছেলেটি হুমকি দেয় কাউকে ওই কথা জানলে তাদের খুন করে দেবে। এই বয়সি একটি ছেলের কাণ্ড শুনে সকলে চমকে গিয়েছি। ওর যেন কড়া শাস্তি হয়।’’
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে ‘নির্যাতিত’ দুই নাবালিকার পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে অভিযুক্ত কিশোরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হচ্ছে বারুইপুর মহকুমা হাসপাতালে। এমন একটি ঘটনায় শোরগোল এলাকায়।