Advertisement
০৬ ডিসেম্বর ২০২৩
unnatural death

নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু জীবনতলায়, চুল বাঁধা নিয়ে দুই বোনের অশান্তিতে বিষপান?

মৃত ছাত্রীর নাম ফিরোজা খাতুন। গত মঙ্গলবার স্থানীয় মেলা থেকে চুল বাঁধার জন্য ফুল কিনেছিল ফিরোজা। পরিবারের দাবি, সেই ফুল নিয়ে বোন নার্গিস পারভিনের সঙ্গে অশান্তি বাধে তার।

Unnatural death of a class 9 student at Jibantala of South 24 Parganas

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জীবনতলা  শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১১:৪৮
Share: Save:

নবম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার সিংহেশ্বর পূর্ব পাড়া গ্রামে। মৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, মাথার চুল বাঁধা নিয়ে বোনের সঙ্গে অশান্তির পর বিষ পান করেছিল ওই ছাত্রী। পুলিশ ওই ছাত্রীর মৃতদেহ পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম ফিরোজা খাতুন (১৫)। গত মঙ্গলবার এলাকায় মেলা চলছিল। ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, সেই মেলা থেকে চুল বাঁধার জন্য ফুল কিনেছিল ফিরোজা। পরিবারের দাবি, সেই ফুল নিয়ে বোন নার্গিস পারভিনের সঙ্গে অশান্তি বাধে ফিরোজার। এর পর ফিরোজা বিষ খায় বলে তার পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে দু’দিন চিকিৎসার পর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।

ক্যানিং থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের এক আত্মীয় বলেন, ‘‘দুই বোনে অশান্তি করেছিল মাথার ফুল নিয়ে। তার পর ফিরোজা বিষ খায়। সেই সময় বাড়িতে কেউ ছিল না। গ্রামের লোকজন ওকে নিয়ে গিয়েছিল স্থানীয় চিকিৎসকের কাছে। পরে আমি গিয়ে ক্যানিং হাসপাতালে নিয়ে আসি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE