Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Canning

বদলি করা যাবে না আইসি-কে, ক্যানিং থানার সামনে বিক্ষোভ মহিলাদের

ক্যানিং থানার আইসি আতিকুর রহমানের বদলি আটকাতে ক্যানিং থানার সামনে বিক্ষোভ গ্রামের মহিলাদের।

ক্যানিং থানার সামনে বিক্ষোভ।

ক্যানিং থানার সামনে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১৬:৩৮
Share: Save:

ক্যানিং থানার আইসি আতিকুর রহমানের বদলি আটকাতে ক্যানিং থানার সামনে বিক্ষোভ গ্রামের মহিলাদের। এলাকায় থাকতে হবে থানার আইসি-কে। তাকে কোথাও বদলি করা যাবে না। এই দাবি নিয়ে প্রায় শতাধিক মহিলা মঙ্গলবার বিক্ষোভ দেখাতে আসেন ক্যানিং থানাতে। তালদি, ক্যানিংয়ের আশপাশের এলাকা থেকে মহিলারা জড়ো হয়েছিলেন এই বিক্ষোভে।

বিক্ষোভকারীদের দাবি, মাত্র কয়েক মাস হল এখানে এসেছেন আইসি। এত তাড়াতাড়ি তাঁকে বদলি করা যাবে না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁকে থাকতে হবে। প্রায় ঘন্টা দু’য়েক ধরে বিক্ষোভকারীরা থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন।

মহিলাদের সামনে বিক্ষোভ।

মহিলাদের সামনে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

উল্লেখ্য, শুক্রবার রাজ্যের ১১০ জন আইসি-কে বদলি করার নির্দেশ দেয় রাজ্য স্বরাষ্ট্র দফতর। সেই মতো বদলি হন ক্যানিং থানার আইসি আতিবুর রহমান। ক্যানিং থেকে তাকে পাঠানো হয়েছে কার্শিয়াং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Agitation police station Canning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE