Advertisement
০৯ মে ২০২৪
AITC

Abhishek Banerjee: মেঘালয়ে তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মেঘালয় সফরে গিয়ে সেখানে নতুন রাজ্য অফিসের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর সেখানকার বিধানসভা ভোটে অংশ নেবে তৃণমূল।

শিলংয়ে তৃণমূলের রাজ্য পার্টি অফিসের উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মানস ভুঁইয়া।

শিলংয়ে তৃণমূলের রাজ্য পার্টি অফিসের উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মানস ভুঁইয়া। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৩:৪০
Share: Save:

মেঘালয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলংয়ে এই নতুন অফিসের উদ্বোধন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ও মেঘালয়ের নেতা মুকুল সাংমা। কয়েক মাস আগে থেকেই উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে নিজেদের রাজনৈতিক গতিবিধি বাড়িয়েছে তৃণমূল। ইতিমধ্যে কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূলে যোগদান করায় এখন মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল তৃণমূলই। আর আগামী বছর মেঘালয় বিধানসভার নির্বাচনে অংশ নেবে বাংলার শাসকদল। সেই লক্ষ্যেই বুধবার মেঘালয়ে নতুন দলীয় কার্যালয়ের সূচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বুধবার উমোরওই বিমানবন্দরে অভিষেককে স্বাগত জানাতে হাজির ছিলেন বিধায়ক জর্জ লিংডো, জেনিথ সাংমা-রা। সেখান থেকেই নতুন কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃতীয় বার পশ্চিমবঙ্গ দখলের পরেই দেশের ছোট রাজ্যগুলিতে সংগঠন বাড়ানোর কাজ শুরু করেছে তৃণমূল। সেই লক্ষ্যে গোয়ার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মমতার দল। ত্রিপুরার পুর নির্বাচনের ছাড়াও সম্প্রতি সেই রাজ্যের চারটি উপনির্বাচনে অংশ নিয়েছে তাঁরা। কিন্তু এখনও কাঙ্খিত ফল মেলেনি। তাতেও দমে না গিয়ে আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা ও মেঘালয়ে নিজেদের উপস্থিতি জানান দিতে বদ্ধপরিকর তৃণমূল। দলীয় কার্যালয় উদ্বোধন ছাড়াও, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AITC TMC Abhishek Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE