Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Adhir Chowdhury

জেদ ধরে আছেন মোদী, তাই কৃষক আন্দোলন মিটছে না, তোপ অধীরের

অধীরের বক্তব্য, ‘‘শুধু ভাষণ নয়, কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা মেটানোর চেষ্টা করুন।’’

অধীর চৌধুরী। —ফাইল চিত্র

অধীর চৌধুরী। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ২০:৩৪
Share: Save:

প্রধানমন্ত্রীর অনড় মনোভাবের জন্যই এত দিন ধরে দিল্লিতে চলছে কৃষকদের আন্দোলন। কৃষকদের সঙ্গে বার্তালাপ এবং পিএম কিসান সম্মান নিধি প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা ট্রান্সফারের দিনই আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শুক্রবার যন্তরমন্তরে পঞ্জাবের সাংসদদের ধর্নামঞ্চে যোগ দিয়ে কংগ্রেসের লোকসভার দলনেতার কটাক্ষ, ‘‘উনি সারা দেশের কৃষকদের সঙ্গে কথা বলতে পারছেন, আর রাজধানীর উপকণ্ঠে আন্দোলনকারীদের কাছে যেতে পারছেন না?’’

ঘটনাচক্রে শুক্রবারই ‘পিএম কিসান নিধি সম্মান’ প্রকল্পে ১৮ হাজার কোটিরও বেশি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন মোদী। অরুণাচল, ওড়িশা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বার্তালাপ করেছেন। তার পর কৃষকদের উদ্দেশে বক্তৃতাও করেন। অধীরের কটাক্ষ, ‘‘আপনি দিল্লিতে বসে বিভিন্ন রাজ্য়ের কৃষকদের সঙ্গে কথা বলছেন। আর দিল্লি থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে এক মাসেরও বেশি সময় ধরে খোলা আকাশের নীচে আন্দোলন করছেন। তাঁদের সঙ্গে এক বার কথা বলতে পারছেন না? আপনি জেদ ধরে বসে আছেন। আর এ জন্যই কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।’’ অধীরের বক্তব্য, ‘‘শুধু ভাষণ নয়, কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা মেটানোর চেষ্টা করুন।’’

বাদল অধিবেশনে পাশ হওয়া তিনটি কৃষক আইন প্রত্যাহারই কৃষকদের মূল দাবি। কিন্তু সরকার তাতে রাজি নয়। কৃষকরাও অনড়। অধীরের পর পর প্রশ্ন, ‘‘একটা আইন প্রত্যাহার করলে কি এমন ক্ষতি হবে? ইতিহাসে কি নজির নেই? জমি অধিগ্রহণ আইন বাতিল করা হয়নি?’’ বহরমপুরের সাংসদের কথায়, ‘‘আপনি শুধু জেদ ধরে বসে আছেন। আর আপনার সেই জেদের জন্যই ভুগছেন কৃষকরা।’’

আরও পড়ুন: মোদীর কৃষি-বার্তাতেও নিশানায় পশ্চিমবঙ্গ, কৃষকদের আহ্বান আলোচনার টেবিলে

আরও পড়ুন: কৃষক বিক্ষোভ নিয়ে মোদীর আক্রমণ মমতাকে, পাল্টা আক্রমণে তৃণমূল

কংগ্রেস কৃষকদের ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী মোদী। জবাবে অধীর বলেন, আপনাদের সৎসাহস থাকলে সংসদ চালু করুন। সরাসরি বিতর্কে যোগ দিন। তা হলেই দেশবাসী বুঝে যাবেন, কে ভুল বোঝাচ্ছে, আর কারা সঠিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhury Farmers Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE