Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৬ অক্টোবর ২০২১ ই-পেপার

Acid attack: ‘রং-নম্বরে’ আলাপ, বিয়েতে রাজি না হওয়ায় মহিলাকে অ্যাসিড আক্রমণ, অভিযুক্ত কলকাতার যুবক

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর ০৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৩


—নিজস্ব চিত্র।

বিয়েতে রাজি না হওয়ায় এক মহিলার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল কলকাতার এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ইস্পাত নগরীর আইনস্টাইন এলাকায়।
প্রায় দেড়-দু’বছর আগে রং-নম্বর থেকে নির্যাতিতার সঙ্গে রফিক মণ্ডল নামে ওই অভিযুক্তের পরিচয় হয়। তার পর থেকেই বিয়ের প্রস্তাব দিতে থাকে রফিক। কিন্তু প্রত্যেক সময়েই না বলে দিয়েছিলেন নির্যাতিতা। তিনি নিজেই জানান, ‘‘আমার আগেই বিয়ে হয়ে গিয়েছে। একটি মেয়েও রয়েছে। আমি বার বার সে কথা জানিয়েছি। কিন্তু তাও আমাকে জ্বালাতো। মাঝে অনেক দিন বন্ধ থাকার পর এই কিছু দিন আগে আবার জোর করে কলকাতা থেকে এখানে এসে আমার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে গিয়েছে। আমার মা-ও ওর সঙ্গে বিয়ে দিতে রাজি হননি। তার পরই আমার মুখে অ্যাসিড ছুড়ে মারল।’’

Advertisement

গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে। তাঁর ভাই সাদ্দাম হোসেন বলেন, ‘‘প্রায় দেড়-দু’বছর ধরে দিদিকে উত্যক্ত করে চলেছে। আমি শুধু চাই আমার দিদি সুস্থ অবস্থায় ফিরে আসুক।’’ পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‘গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।’’

আরও পড়ুন

Advertisement