Advertisement
০৯ মে ২০২৪
TMC

WB Municipal Election 2022: সভায় ভুবন, ফের বিধি ভাঙার নালিশ শহরে

স্থানীয় সূত্রে দাবি, দু’জায়গাতেই উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। অনেকে মাস্কও পরেননি বলে অভিযোগ।

তৃণমূলের এই সভা ঘিরেই বিতর্ক।

তৃণমূলের এই সভা ঘিরেই বিতর্ক। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ০৬:৫০
Share: Save:

নিজস্ব সংবাদদাতা
আসানসোল

আসানসোলে ফের তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করলেন বোলপুরের ‘কাঁচা বাদাম’ শীর্ষক গানখ্যাত ভুবন বাদ্যকর। বিরোধীদের অভিযোগ, গত বারের মতো এ বারও ভুবনকে দেখতে এবং তাঁর গান শুনতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। ‘লঙ্ঘিত’ হয় করোনা-বিধিও। জেলা তৃণমূল নেতৃত্ব তা মানেননি অবশ্য।

আসানসোলের ৭৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী অশোক রুদ্র, ৯৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছন্দা দাসের সমর্থনে বার্নপুরের রামবাঁধে এবং ৭৪ নম্বরের দলীয় প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে পাটমোহনায় নির্বাচনী সভার আয়োজন করে তৃণমূল। দু’জায়গাতেই হাজির হন ভুবন। স্থানীয় সূত্রে দাবি, দু’জায়গাতেই উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। অনেকে মাস্কও পরেননি বলে অভিযোগ।

এর পরেই সরব হয়েছেন বিরোধীরা। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়ের অভিযোগ, “এর আগেও বার বার তৃণমূলের প্রার্থীরা প্রচারে কোভিড-বিধি ভেঙেছেন। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। কিন্তু কোনও লাভ হচ্ছে না।” একই অভিযোগ করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। ঘটনাচক্রে, কিছু দিন আগেই তৃণমূলের অন্য এক প্রার্থীর প্রচারেও ভুবনক নিয়ে আসা হয়। সেখানেও বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। যদিও বিধিভঙ্গের অভিযোগ মানেননি সংশ্লিষ্ট প্রার্থীরা। পাশাপাশি, তৃণমূল প্রার্থী তথা দলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, “বিধি মেনে, দু’শো জনের মধ্যেই জমায়েত হয়েছিল। প্রত্যেকেই মাস্কও পরেছিলেন।”

বিষয়টি নিয়ে খোঁজখবর করা হবে, জানিয়েছেন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC WB Municipal Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE