বন্ধ রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেব্লস কারখানার গেটের সামনে বুধবার চার দাবিতে অবস্থান-বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ‘হিন্দুস্তান কেব্লস পুনর্বাসন সমিতি’। সমিতির সম্পাদক সুভাষ মহাজনের দাবি, “আমরা কর্তৃপক্ষকে ই-মেল করে আমাদের দাবিপত্র দেব। এই কারখানা দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় শ্রমিকের জীবিকা বিপন্ন হয়েছে।”
২০১৭ সালে কারখানা বন্ধ হয়ে যায়। এর পরে একাধিক বার কারখানার জমি কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। সাম্প্রতিক কালে জমি ও এলাকা পরিদর্শন করেছে বিএসএফ, সিআইএসএফ, এসএসবি-র প্রতিনিধি দল। এর
পরে এলাকাবাসী আশা করে করেছিলেন, আবার কারখানা চালু হবে। কারখানার প্রাক্তন কর্মী তথা বিক্ষোভকারী স্নেহময় মাজি বলেন, “আমরা এর আগেও বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিয়েছি। আমরা চাই শিল্পের বদলে শিল্প। তাতে বেকারদের কর্মসংস্থান হবে। আর শ্রমিকদের বকেয়া মেটানো হোক।” বিক্ষোভকারীরা জানান, কারখানার জমিতে নতুন শিল্প গড়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে এই জমির ব্যবহার নিয়ে কোনও নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় শ্রমিকেরা হতাশ।
হিন্দুস্তান কেব্লস পুনর্বাসন সমিতির সম্পাদক সুভাষ বলেন, “সরকারি ভাবে জানানো হচ্ছে না কী পরিকল্পনা রয়েছে। আমাদের চার দফা দাবি রয়েছে। বকেয়া মেটানো, কর্মসংস্থান, শিল্পের জমিতে শিল্প তোলা। পাশাপাশি যে সব শ্রমিক পরিবার তাদের বকেয়া না পেয়ে আবাসনে বসবাস করছে, নিজ়ের মাধ্যমে তাদেরকে থাকতে দিতে
হবে। যদি নতুন শিল্প গড়ে ওঠে,
তা হলে এলাকার বেকার যুবক-যুবতীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ করতে হবে।” পাশাপাশি এসআইআর প্রসঙ্গে সুভাষ বলেন, “হিন্দুস্তান কেব্লসের কোনও এক জন ভোটারেরও নাম যেন বাতিল
না হয়, সে দিকে আমরা নজর
রাখব। এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)