Advertisement
E-Paper

অধিবেশন বয়কট নিয়ে বিধায়ক বঙ্কিম ঘোষের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি পরিষদীয় দল, প্রশংসা বিধানসভার স্পিকার বিমানের

বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি পরিষদীয় দল। আর বঙ্কিমের মন্তব্যকে সমর্থন করে স্বাগত জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের প্রথম থেকেই হইহট্টগোল করে বিজেপি বিধায়করা অধিবেশনে বিক্ষোভ দেখান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৯:৫৪
BJP legislature party is uncomfortable with MLA Bankim Ghosh\\\\\\\'s comment on boycotting the session

(বাঁ দিকে) বঙ্কিম ঘোষ, বিমান বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

বিজেপি পরিষদীয় দলের বিধানসভায় বাজেট আলোচনা বয়কট করার সিদ্ধান্ত নিয়ে চাকদহের পদ্ম বিধায়ক বঙ্কিম ঘোষের একটি মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। যা নিয়ে অস্বস্তিতে বিজেপিই। এ দিকে বঙ্কিমের মন্তব্যকে সমর্থন করে স্বাগত জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই হইহট্টগোল করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। স্পিকার বিমানের বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমে বুধবার রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে বিজেপি বিধায়কেরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপরেও হামলা হয়েছে। তার প্রতিবাদেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। সেই বিক্ষোভে শামিল হয়েও নিজেদের অধিবেশন বয়কট নিয়ে নিজের মত পোষণ করেছেন বঙ্কিম। তিনি বলেন, ‘‘বাজেট অধিবেশনে স্বাস্থ্য দফতর বা শিক্ষা নিয়ে যে আলোচনা হল, সেখানে আমরা থাকতে পারলাম না। আমরা বয়কট করে বেরিয়ে এলাম। আমি বলব, এটা আমাদের ভুলই হয়েছে।’’

তাঁর আরও বক্তব্য, ‘‘গুরুত্বপূর্ণ দুটো আলোচনায় আমরা থাকতে পারলাম না। আগামী দিনে আমাদের নিশ্চয়ই এই নিয়ে চর্চা করতে হবে, আলোচনা করতে হবে। মানুষের কথা আমরা বিধানসভায় দাঁড়িয়ে বলব। যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আমাদের বিধানসভা বয়কট করা উচিত হয়নি।”

বাজেট অধিবেশনের প্রথম দিকে কাগজ ছেঁড়ার প্রতিবাদে স্পিকার বিমান সাসপেন্ড করেছেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারককে। পরে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণকেও সাসপেন্ড করেন স্পিকার। তার পর থেকেই দফতরওয়াড়ি বাজেট আলোচনায় অংশ নেয়নি বিজেপি পরিষদীয় দল। আর এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন বিধায়ক বঙ্কিম। তিনি বলেছেন, ‘‘আমাদের থাকা উচিত ছিল। বলা উচিত ছিল। আমাদের জিতিয়ে বিধানসভায় পাঠানো হয়েছে মানুষের কথা বলার জন্য। ফলে মানুষের কথাই আমাদের বিধানসভায় বেশি করে তুলে ধরতে হবে।’’

বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে যে তাঁদের সমর্থন নেই, তা বুঝিয়ে দিয়েছেন পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “রাজ‍্য সরকার গোটা বিধানসভাকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে । সাধারণ মানুষের কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কেরা বার বার সাসপেন্ড হয়েছেন । বিষয়টি নিয়ে পরিষদীয় দলই সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা এভাবেই শাসকদলের মোকাবিলা করব।”

বিধানসভার অধিবেশনের শেষ লগ্নে স্পিকার নাম না করে বঙ্কিম ঘোষের মন্তব্যের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘‘আমি শুনলাম, বিরোধী দলের একজন সদস্য বিধানসভার আলোচনায় অংশ নেওয়ার জন্য কথা বলেছেন। আমরা তাঁর মন্তব্যকে স্বাগত জানাই। আগামী দিনে তাঁরা যাতে সব আলোচনায় অংশ নেন, আমরা সেই প্রত্যাশাই রাখব।’’

Biman Banerjee Assembly Speaker BJP MLA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy