হাওড়ার মঙ্গলাহাটের স্থান পরিবর্তনের দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে। তারই জেরে সোমবার হাওড়া পুরনিগমের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
আবেদনকারীর দাবি, হাওড়া হাসপাতাল, প্রশাসনিক ভবন এবং আদালতের সামনে এই হাট বসার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কারণ, প্রচুর মানুষের সমাগম হয় সপ্তাহে তিন দিন। সেই ছবিও আদালতে পেশ করেন আবেদনকারী। দাবি করেন, হাটের স্থানান্তর প্রয়োজন।