Advertisement
E-Paper

সারদা তদন্তে শিবির এ বার শিলং, শনিবার জেরা রাজীবকে, বাকিদেরও জেরা এখানেই

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসতে আগামী ৯ ফেব্রুয়ারি, শনিবার তাঁকে শিলংয়ে ডেকে পাঠাল সিবিআই। গত মঙ্গলবার সারদা মামলায় সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে গ্রেফতারের বিষয়টি নাকচ করে দেয়

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৩
রাজীব কুমার। ফাইল চিত্র

রাজীব কুমার। ফাইল চিত্র

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসতে আগামী ৯ ফেব্রুয়ারি, শনিবার তাঁকে শিলংয়ে ডেকে পাঠাল সিবিআই। তবে সিবিআই সূত্রের খবর, শুধু রাজীব কুমার নন। শিলংয়ে শিবির করে শীর্ষ আদালতে আগামী ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির আগে আরও অন্তত পাঁচ জনের জেরা সেরে ফেলতে চান তদন্তকারীরা। আর সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করে পরবর্তী তদন্তের রাস্তা পরিস্কার করতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দারা।

গত মঙ্গলবার সারদা মামলায় সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে গ্রেফতারের বিষয়টি নাকচ করে দেয়। পাশাপাশি নির্দেশ দেয়, তদন্তকারীদের সহায়তা করতে তাঁকে শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে।

এর পরই রাজীব কুমার সিবিআইকে চিঠি দিয়ে জানান, ৮ ফেব্রুয়ারি শিলংয়ে যেতে তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু ওই দিন তাঁকে জেরা করা হবে কিনা, তা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দফায় দফায় বৈঠক করেন সিবিআই কর্তারা। শেষ ঠিক হয়, ৯ ফেব্রুয়ারি রাজীব কুমারের মুখোমুখি হবে সিবিআই। এ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে চিঠি পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুন: ধর্নায় যোগ দেওয়ার অভিযোগ, পদক কেড়ে নিয়ে ৫ আইপিএসকে শাস্তি দেওয়ার পথে কেন্দ্র​

সিবিআই অধিকর্তা ঋষিকুমার শুক্লা চিটফান্ড কাণ্ডে ১০জনের বিশেষ দল গঠন করেছেন। শুক্রবার সকালে সেই দল কলকাতায় পৌঁছেও যাবে। প্রাথমিক বৈঠক সেরে তাদের শিলংয়ে চলে যাওয়ার কথা। ওই দলে থাকা সিবিআইয়ের দুঁদে আফিসারেররা রাজীব কুমারের মুখোমুখি হবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁকে করার জন্য প্রশ্নমালা তৈরি হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

সিবিআই সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন শীর্ষ নেতা যিনি বর্তমানে বিজেপির সঙ্গে, তাঁকেও শিল‌ংয়ে জেরা করার পরিকল্পনা করেছেন তদন্তকারীরা। সেই তালিকায় একদিকে যেমন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ রয়েছেন, তেমনি রয়েছেন সারদার অন্যতম ডিরেক্টর, রাজ্য পুলিশের এক প্রাক্তন কর্তা যিনি সারদা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং গ্রেফতারও হয়েছিলেন।

আরও পড়ুন: শিলংয়ে রাজীব কুমারের মুখোমুখি হবেন সিবিআইয়ের বাছাই ১০ অফিসার

সিবিআই সূত্রে খবর, এঁদের প্রত্যেকের বয়ানই রাজীব কুমারকে জেরা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজ্যে চিটফান্ড কাণ্ড সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছিলেন (সিট)। ওই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাজীব কুমার। যদিও সিবিআইয়ের অভিযোগ, তিনি নথিপত্র বিকৃত করেছেন। এমনকি সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় বিভিন্ন সময়ে যাঁদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, সেই ‘কল ডিটেলস’ বিকৃত করে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন রাজীব। এ বিষয়ে আদালতে অভিযোগও করেছে সিবিআই।

সারদা তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী দল বহুবার রাজীব কুমারের সঙ্গে কথা বলতে চেয়ে ব্যর্থ হন। শেষ তাঁর সরকারি বাসভবনে গত রবিবার হানা দেয় সিবিআই। এর পরই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষে আদালতের হস্তক্ষেপে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে কথা বলার অনুমতি পেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

তদন্তকারীদের সূত্রে খবর, আগামী ১৩ ফেব্রুয়ারি সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের বারাসত আদালতে সিবিআই মামলায় পরবর্তী শুনানি। ইতিমধ্যেই তাঁরা দেবযানীকে জেরা করার আবেদন জানিয়েছেন। তাঁরা ওই দু’জনকেও শিলংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আদালতের অনুমতি পেলে।

সব মিলিয়ে আগামী গোটা সপ্তাহ এ রাজ্যের চিট ফান্ড তদন্তের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে মেঘালয়ের এই রাজধানী শহর। সিবিআই সূত্রের খবর যাঁদের তাঁরা জেরা করার জন্য শিলংয়ে যাওয়ার জন্য সমন করেছেন তাঁদের প্রত্যেককেই তিন থেকে চার দিনের থাকার প্রস্তুতি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

তবে সিবিআইয়ের দেওয়া তারিখে তিনি যেতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

(দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি, নদিয়া-মুর্শিদাবাদ, সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, বাংলার বিভিন্ন প্রান্তের খবর পেয়ে জান আমাদের রাজ্য বিভাগে।)

tmc BJP CBI Kolkata Police Rajeev Kumar Shilong Saradha Scam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy