রাজ্যে ২৪ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিচারপতির অধীনে কমিটি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে সোমবার তিনি বলেন, ‘‘এই শূন্য পদে এখনই ২৪ হাজার শিক্ষিত ছেলেমেয়ের চাকরি হয়ে যায়।’’ তবে কেন হচ্ছে না, তা ব্যাখ্যা করে মমতা বলেন, ‘‘সমস্যা হচ্ছে, কেউ না কেউ মামলা করছে। এটা আটকে দিচ্ছে।’’
রাজ্যে নতুন করে কর্মসংস্থানের পরিবেশ তৈরি হয়েছে বলে ওই সভায় দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘আপনারা বলে দিন, কোন পদ্ধতিতে নিয়োগ হবে। দরকার হলে বিচারপতির অধীনে কমিটি হোক। আমার কোনও আপত্তি নেই। কিন্তু চাকরিগুলো তো হবে।’’ পুলিশে তিন মাসের মধ্যে ৮ হাজার লোক নেওয়া হবে। আগামী দু-তিন বছরে ১০ লক্ষ লোকের কর্মসংস্থান হবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)