Advertisement
১১ মে ২০২৪
New farmer's bill

ট্রাক্টর নিয়ে শহরে প্রতিবাদে অধীরেরা

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গি ও ময়দান লাগোয়া রাজপথ ধরে এ দিন কংগ্রেসের ট্রাক্টর মিছিল শেষ হয় গাঁধী মূর্তির কাছে এসে। ট্রাক্টর চালিয়েই সামনে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে কলকাতায় কংগ্রেসের ট্রাক্টর মিছিল। নিজস্ব চিত্র।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে কলকাতায় কংগ্রেসের ট্রাক্টর মিছিল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০৫:৫০
Share: Save:

রাজপথে নিজেই ট্রাক্টর চালিয়ে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এআইসিসি-র নির্ধারিত কর্মসূচি মেনে শুক্রবার কলকাতায় কংগ্রেস যেমন ট্রাক্টর মিছিলের আয়োজন করেছিল, সে ধরনের প্রতিবাদ এই শহরে সচরাচর দেখা যায় না। মিছিলে ট্রাক্টর ও ভিড়, দুই-ই ছিল চোখে পড়ার মতো।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গি ও ময়দান লাগোয়া রাজপথ ধরে এ দিন কংগ্রেসের ট্রাক্টর মিছিল শেষ হয় গাঁধী মূর্তির কাছে এসে। ট্রাক্টর চালিয়েই সামনে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মিছিলে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিরোধী দলের সচেতক মনোজ চক্রবর্তী এবং দলের প্রদেশ ও জেলা স্তরের নেতা, বিধায়কেরা। অধীরবাবু অভিযোগ করেন, কৃষকদের সমস্যা ও দুর্দশার প্রতি কেন্দ্র বা রাজ্য কোনও সরকারেরই নজর নেই। আলু, পেঁয়াজ এবং অন্যান্য আনাজের দাম ক্রমাগত বেড়ে চলেছে, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। দেশে এখন যে ভাবে একটি নির্দিষ্ট সংস্থার মোবাইল পরিষেবাকে জাঁকিয়ে বসার সুযোগ দেওয়া হয়েছে, তার উদাহরণ দিয়ে অধীরবাবু বুঝিয়েছেন, একই কায়দায় কৃষিকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। যার ফলে কৃষকেরা ওই সব সংস্থার খুশি মতো দামে ফসল বেচতে বাধ্য হবেন।

বাংলায় সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকার ও দলকে তীব্র আক্রমণের পাশাপাশি রাজ্যের শাসক তৃণমূলকে বিঁধে অধীরবাবু এ দিন ফের দাবি করেছেন, ‘‘পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে। তৃণমূলের সরকারকে বিদায় নিতে হবে কিন্তু বিজেপির উদ্দেশ্য সফল হবে না। বাম ও কংগ্রেসের জোট হয়েই রয়েছে। এই বিকল্প শক্তিই আগামী দিনে বাংলাকে অপশাসন থেকে মুক্ত করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New farmer's bill Congress Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE