Advertisement
০৮ মে ২০২৪
Rampurhat Violence

Bogtui: বগটুই-কাণ্ডের পর রামপুরহাট থানার দায়িত্বে নতুন আইসি

গত ২৪ মার্চ বগটুই গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওই ঘটনা কানে আসার পর আমাদের সরকার দ্রুত পদক্ষেপ করেছে। অন্তত ৫০ বার আমার কাছে ফোন এসেছিল। দ্রুত খবরাখবর নিয়েছি এবং পদক্ষেপ করতে বলেছি। রামপুরহাট থানার আইসি ও এসডিপিও-কেও ক্লোজ করেছি আমরা। ঘটনার তদন্ত নিরপেক্ষই হবে। দোষীরা রেহাই পাবে না।’’

রামপুরহাট থানার দায়িত্বে নতুন আইসি।

রামপুরহাট থানার দায়িত্বে নতুন আইসি। প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ১৮:৫১
Share: Save:

বগটুইয়ের ঘটনার পর ১৩ দিনের মাথায় রামপুরহাট থানায় নতুন আইসিকে দায়িত্বে পাঠান হল। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে রামপুরহাট থানার নতুন আইসি হিসেবে দেবাশিস চক্রবর্তীর নাম জানিয়ে দেওয়া হল। আর্থিক দুর্নীতিদমন শাখা থেকে তাঁকে এই দায়িত্বে আনা হল। ২১ মার্চ রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর ঠিক পরের দিনই অগ্নিগর্ভ হয়ে ওঠে রামপুরহাটের বগটুই গ্রাম। বোমা হামলায় স্থানীয় তৃণমূল নেতা ভাদুর মৃত্যু হয়। ওই দিন রাতেই বগটুই গ্রামের ১০টি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় দমকল ১০ জনের মৃত্যু হওয়ার কথা নিশ্চিত করলেও পুলিশ দাবি করে, মৃত্যু হয়েছে আট জনের। পরে হাসপাতালে আরও এক মহিলা মারা যান। গত ২৪ মার্চ বগটুই গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওই ঘটনা কানে আসার পর আমাদের সরকার দ্রুত পদক্ষেপ করেছে। অন্তত ৫০ বার আমার কাছে ফোন এসেছিল। দ্রুত খবরাখবর নিয়েছি এবং পদক্ষেপ করতে বলেছি। রামপুরহাট থানার আইসি ও এসডিপিও-কেও ক্লোজ করেছি আমরা। ঘটনার তদন্ত নিরপেক্ষই হবে। দোষীরা রেহাই পাবে না।’’

তার পরেই রামপুরহাটের বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের জেরে আইসি ত্রিদীপ প্রামাণিক এবং এসডিপিও সায়ন আহমেদকে ‘ক্লোজ’ করেছিল রাজ্য পুলিশ। পরে কর্তব্যে গাফিলতির ঘটনায় সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে। কর্তব্যে গাফিলতির জন্য ওই আইসি-কে সাপপেন্ড করা হয়েছে বলে জানানো হয় রাজ্য পুলিশের তরফে। তার পর সেই দায়িত্বে নিয়োগ করা হল দেবাশিসকে। ইতিমধ্যে কলকাতা হাই কোর্টের নির্দেশে রামপুরহাটের ঘটনার তদন্তের দায়িত্বে সিবিআই। রামপুরহাট থানার সঙ্গে বেশ কয়েক বার আলোচনা করেছেন সিবিআইয়ের কর্তারা।

ReplyForward

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE