Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বেতন কমিশনের রিপোর্টের প্রথম ভাগ তিনি পেয়েছেন। তার পর থেকেই মহার্ঘ ভাতা (ডিএ) বা ‘এরিয়ারে’র হিসেব নিয়ে নানা বিভ্রান্তি চলছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৪
Share: Save:

বিভ্রান্তি না ছড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন পূর্ণাঙ্গ ভাবে কার্যকর করার দাবি উঠল।

কয়েক দিন আগেই তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বেতন কমিশনের রিপোর্টের প্রথম ভাগ তিনি পেয়েছেন। তার পর থেকেই মহার্ঘ ভাতা (ডিএ) বা ‘এরিয়ারে’র হিসেব নিয়ে নানা বিভ্রান্তি চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির মিছিল শেষে জমায়েতে সোমবার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘যথারীতি মুখ্যমন্ত্রী আবার অঙ্ক গুলিয়েছেন। নতুন বছর থেকে যেটা চালু করার কথা বলেছেন, ওটা ২৫% ডিএ-র সমান হবে। কিন্তু সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পূর্ণাঙ্গ ভাবে ষষ্ঠ বেতন কমিশন চাই। কমিশনের রিপোর্ট প্রকাশ করুক সরকার।’’

মোট ৯ দফা দাবি নিয়ে এ দিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিল করে পেনশনার্স সমিতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sujan Chakraborty Pay Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE