Advertisement
E-Paper

দুই বিজেপি কর্মী খুনের জের, পুরুলিয়ায় ৩২ পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত

জেলাশাসক অলোকেশ প্রসাদ বলেন, ‘‘সোমবার বিভিন্ন এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আর ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশও জানিয়েছে ওই সব এলাকায় অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই স্থগিত রাখা হয়েছে বোর্ড গঠন। কবে বোর্ড গঠন হবে, তা ২৯ তারিখের পর জানানো হবে।’’

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ১৯:২৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সোমবারের অশান্তিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু এবং নতুন করে গন্ডগোলের আশঙ্কায় পুরুলিয়ায় ৩২টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত করে দিল জেলা প্রশাসন। জেলায় বোর্ড গঠনের দিন ধার্য করা হয়েছিল ২৭ থেকে ২৯ অগস্ট। বিজেপির অভিযোগ, এই পঞ্চায়েতগুলি তৃণমূল দখল করতে পারবে না বুঝে গিয়েই বোর্ড গঠন পিছিয়ে দিয়েছে।

যদিও জেলাশাসক অলোকেশ প্রসাদ জানিয়েছেন, দু’পক্ষের সংঘর্ষের আশঙ্কাতেই বোর্ড গঠন স্থগিত রাখা হয়েছে। অন্য দিকে, মঙ্গলবারও পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে জেলায় জেলায় অশান্তি ছড়িয়েছে। গুলি-বোমার লড়াইয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জেলায়।

সোমবার পুরুলিয়ার জয়পুর ব্লকের ঘাগরা পঞ্চায়েত এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়। এ দিন নতুন করে অশান্তি না ছড়ালেও গোটা এলাকা ছিল থমথমে। বোর্ড গঠন ঘিরে জয়পুরের মতো অশান্তি অন্য জায়গাতেও ছড়িয়ে পড়তে পারে। এই আশঙ্কাতেই ৩২টি পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জেলাশাসক অলোকেশ প্রসাদ বলেন, ‘‘সোমবার বিভিন্ন এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আর ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশও জানিয়েছে ওই সব এলাকায় অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই স্থগিত রাখা হয়েছে বোর্ড গঠন। কবে বোর্ড গঠন হবে, তা ২৯ তারিখের পর জানানো হবে।’’

আরও পড়ুন: মালদহে বোর্ড গঠনের লড়াইয়ে নিহত দুই, রেহাই পেল না শিশুও

তবে বিজেপির অভিযোগ, শাসক দলের ইশারাতেই বোর্ড গঠন স্থগিত রাখা হয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া জেলা পর্যবেক্ষক সায়ান্তন বসু বলেন, ‘‘সব জায়গাতেই প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বোর্ড গঠন স্থগিত রাখা হচ্ছে। কিন্তু আসল কারণ তা নয়। পুলিশ, তৃণমূল এবং গুন্ডাবাহিনী মিলেও যে সব বোর্ড দখল করতে পারবে না বলে বুঝে গিয়েছে, সেই সব এলাকাতেই বোর্ড গঠন স্থগিত করে দিল। যে ৩২টি বোর্ড গঠন আটকে গেল, তার অধিকাংশ পঞ্চায়েতেই বিজেপি সংখ্যাগরিষ্ঠ।’’

সায়ান্তন এদিন আরও বলেন, ‘‘বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এমন ন’টি পঞ্চায়েত সোমবার জোর করে দখল করেছে তৃণমূল। কিন্তু মঙ্গলবার আমরা সেরকম আর ঘটতে দিইনি। একটা পঞ্চায়েতও ওরা জোর করে দখল করতে পারেনি। তবে যে ন’টি পঞ্চায়েত জোর করে দখল করেছে, সেগুলি নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছি।’’

আরও পড়ুন: পঞ্চায়েতের অশান্তিতে ব্যক্তিস্বার্থই বড়, বললেন মমতা

অন্যদিকে মঙ্গলবারও পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে বিভিন্ন জেলায় সংঘর্ষের খবর এসেছে। উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষে বোমাবাজি ও গুলি চলে। চার কংগ্রেস ও দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সোমবার রাতে এক বিজেপি পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজপি কর্মী সমর্থকরা। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে অবরোধকারীদের হঠিয়ে দেয়।

এছাড়াও হাওড়ার আন্দুল, উলুবেড়িয়া, পশ্চিম মেদিনীপুরের দাঁতন-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে।

Purulia Panchayat Clash BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy