Advertisement
২৭ এপ্রিল ২০২৪
COVID-19

করোনা ঠেকাতে কলকাতায় কী কী হবে, বিকেলে জরুরি বৈঠকে ফিরহাদ

বিকেল ৪টেয় বৈঠক। থাকবেন পুরসভার প্রাক্তন কোঅর্ডিনেটরাই। কারণ এর আগের পরিস্থিতি তারাই সামাল দিয়েছেন। এ ব্যাপারে অভিজ্ঞতাও আছে।

ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২১ ১৪:৩৭
Share: Save:

দলনেত্রীর নির্দেশে মঙ্গলবার বিকেলেই কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছেন ফিরহাদ হাকিম। বিকেল ৪টে নাগাদ এ ব্যাপারে একটি বৈঠক ডেকেছেন তিনি। ফিরহাদের ওই বৈঠকে উপস্থিত থাকবেন পুরসভার প্রাক্তন কো-অর্ডিনেটররাই।

সংক্রমণ ঠেকাতে কলকাতায় প্রশাসনের তরফে কী কী পদক্ষেপ করা হতে পারে, তা-ই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে বলে অনুমান। এ ব্যাপারে সোমবারই দলের বিধায়কদের কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানিয়েছিলেন, কলকাতার পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। কলকাতার ১১ জন নবনির্বাচিত বিধায়ক এবং কলকাতা সংলগ্ন এলাকার আরও ৬ জন বিধায়ককে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলেছিলেন মমতা। বিষয়টির তত্ত্বাবধানের ভার দেওয়া হয়েছিল ফিরহাদকে। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ।

রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদ থেকে সরতে হয়েছে ফিরহাদকে। পুরসভার প্রশাসক পদে থাকা অন্যান্য কর্তারাও এখন ‘প্রাক্তন’। তবে যেহেতু এর আগের করোনা পরিস্থিতি তাঁরাই সামলেছেন, তাই ফিরহাদের বৈঠকে উপস্থিত থাকছেন পুরসভার ওই প্রাক্তন কো-অর্ডিনেটররাই।

রাজ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কলকাতা। গত পাঁচদিন ধরে কলকাতায় দৈনিক সংক্রমণ ৩ হাজার ৯০০-র উপরেই থেকেছে। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে নতুন প্রশাসন কী কী ব্যবস্থা নিতে চলেছে সেদিকে নজর রয়েছে গোটা রাজ্যের। মমতা আগেই জানিয়েছেন করোনা পরিস্থিতিই এই মুহূর্তে তাঁর কাছে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব পাবে। রাজ্যে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে শপথেও আড়ম্বর বাদ রেখেছেন মমতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal COVID-19 Firhad Hakim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE