পশ্চিমবঙ্গ বিজেপি-র সহ সংগঠন সম্পাদক কিশোর বর্মনকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হল। ঘটনাচক্রে, যিনি কৈলাস বিজয়বর্গীয়ের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। সেই কৈলাস, বাংলার ভোটে বিপর্যয় এবং মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার পর যাঁর নিজের অবস্থানই দলের অন্দরে নড়বড়ে হয়ে পড়েছে।
বৃহস্পতিবারই কিশোরকে দিল্লিতে ডেকে বদলির সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তবে কিশোর ত্রিপুরায় কী পদে বসবেন বা কোন দায়িত্ব পালন করবেন, তা নিয়ে কোনও ঘোষণা হয়নি। যা ‘আশ্চর্যজনক’ বলেই মনে হচ্ছে বিজেপি-র অন্দরমহলের। নড্ডা টুইটে শুধু এটুকুই জানিয়েছেন যে, কিশোর এ বার ত্রিপুরায় বিজেপি-কে শক্তিশালী করার কাজ করবেন। রাজ্য বিজেপি সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই কিশোরকে অন্য দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ বার সেই আপত্তিতেই প্রভাবিত হয়ে ওই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ঘটনাচক্রে, দিলীপ এবং কৈলাসের সম্পর্ক যে কত ‘মধুর’, তা বিজেপি-র অন্দরে কারও অজানা নয়।
আদতে ত্রিপুরার বাসিন্দা কিশোরকে নিজের রাজ্যে পাঠিয়ে দেওয়াকে গুরুত্ব দিয়েই দেখছেন বঙ্গ বিজেপি-র নেতারা। কারণ, কিশোর বাংলার দায়িত্ব পাওয়ার পর প্রথম থেকেই পর্যবেক্ষক কৈলাসের ‘পছন্দের লোক’ হিসেবে পরিচিত ছিলেন। অনেকে দাবি করেন, মূলত কৈলাসের পছন্দেই সহ সংগঠন সম্পাদক হয়েছিলেন কিশোর। সেই সঙ্গে সমর্থন ছিল দুই কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননের। কিন্তু বারংবার রাজ্য সভাপতি দিলীপের অনুগামীদের সঙ্গে বিবাদে জড়ান তিনি। এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ক্ষোভের কথা জানালেও কাজ হয়নি। কারণ, বিজেপি-র সাংগঠনিক নিয়ম অনুযায়ী কিশোরকে সরানোর ক্ষমতা ছিল না দিলীপের। সংগঠন সম্পাদকদের নিয়োগ, অপসারণ ও বদলি হয় শুধু কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে।