চেতলায় মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে গলায় শাবল ঢুকিয়ে খুন। অনুমান, মদের আসরে বচসা থেকেই রক্তারক্তি কাণ্ড। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ কলকাতার চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডে। ওই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করছিলেন অশোক পাসোয়ান নামে এক ব্যক্তি। সেই আসরে কোনও কারণে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, সেই সময় মদ্যপানেরই এক সঙ্গী আচমকাই অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেন। সেই অবস্থায় রাস্তা দিয়ে প্রায় ১০০ মিটার দৌড়ে যান অশোক। তবে আর বেশি দূর এগোতে পারেননি। পড়ে যান রাস্তার উপরই। রক্তাক্ত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ব্যক্তি অশোক পাসোয়ান। ছবি: সংগৃহীত।
শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। চেতলায় যে এলাকায় ঘটনাটি ঘটেছে, তা ফিরহাদের ওয়ার্ড, অর্থাৎ ৮২ নম্বর ওয়ার্ড। মৃত পেশায় গাড়ির মেকানিক। স্থানীয়দের দাবি, ১৭ নম্বর বাসস্ট্যান্ডের যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে প্রায় প্রতি দিনই মদের আসর বসে। নানা কারণে ঝামেলাও হয়। তবে শনিবার যে এমন ঘটনা ঘটবে তা আশা করেননি কেউই।
আরও পড়ুন:
রবিবার সকাল থেকে থমথমে এলাকা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। কী নিয়ে মদের আসরে বচসা বাধে, তা এখনও স্পষ্ট নয়। রাতে ওই আসরে অশোক ছাড়া আর কারা ছিলেন, তা জানার চেষ্টা চলছে। পুলিশ যাঁদের আটক করেছে, তাঁরা শনিবারের আসরে ছিলেন কি না, তা জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে আসল ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মৃতের পরিবারের সঙ্গেও কথা বলছেন তাঁরা।