ফের সাপ আতঙ্ক কলকাতা পুরসভায়। সোমবার বিকেলে পুরসভার কন্ট্রোল রুমে দেখা যায় একটি সাপ। সঙ্গে সঙ্গেই কর্মীরা তৎপর হয়ে সাপটিকে একটি বাক্স দিয়ে চাপা দেন এবং বন দফতরে খবর পাঠান। পরে বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা গিয়েছে, এটি বিষধর নয়। সাধারণত কাঠ বা বালির আশেপাশে এই ধরনের সাপ দেখা যায়। এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পুরসভার আধিকারিকেরা। তবে উদ্বেগও বাড়ছে। কারণ, গত কয়েক মাসে এটি চতুর্থবারের মতো সাপ বের হওয়ার ঘটনা। প্রথমবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে, দ্বিতীয়বার কাউন্সিলর ক্লাবে, তৃতীয়বার ছাপাখানায় এবং এবার চতুর্থবার কন্ট্রোল রুমে সাপ দেখা গেল।
আরও পড়ুন:
কলকাতা পুরসভার অন্দরে বারবার সাপের উৎপাত হওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন কর্মীরা। তাঁদের একাংশের মতে, পুরসভার পুরনো অংশে বিভিন্ন জায়গায় কাঠ, পুরনো কাগজ ও আবর্জনা জমে থাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে। যদিও পুর কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ দল গঠনের কথা ভাবছেন। পরিচ্ছন্নতা এবং সুরক্ষার দিক থেকে আরও কড়া পদক্ষেপ করা প্রয়োজন বলেই মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ বার স্থায়ী সমাধান চাইছে পুরসভা। কলকাতা পুরসভার একাংশ কর্মী বিষয়টি পুর কমিশনার ধবল জৈনকে জানাবেন বলেও স্থির করেছেন বলেই সূত্রের খবর।