সল্টলেকের বিভিন্ন ব্লকের ভিতরের রাস্তায় পর্যাপ্ত আলোর অভাব নিয়ে বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দিনের। বিধাননগর পুরসভা এ বার আশ্বাস দিয়েছে, ওই সমস্ত রাস্তায় এলইডি আলো বসানো হবে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
সম্প্রতি এক রাতে এফই ব্লকে হেঁটে বাড়ি ফিরছিলেন দুই বোন। পিছন থেকে এসে ওই দুই তরুণীর এক জনের হাতব্যাগ ছিনিয়ে পালায় এক যুবক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছিনতাইয়ের ঘটনাটি যেখানে ঘটেছে, সেখানে পর্যাপ্ত আলো ছিল না। তাঁদের দাবি, অন্ধকারের সুযোগ নিয়েই ওই দুষ্কৃতী পালিয়ে যায়।
ওই ব্লকের আবাসিক সংগঠনের সম্পাদক কল্লোল দত্তের অভিযোগ, “মাঝেমধ্যেই দেখা যায়, কোনও রাস্তার আট-দশটি বাতিস্তম্ভের দু’-তিনটিতে আলো জ্বলছে না। অভিযোগ জানালে ঠিক করলেও আলোর জোর খুব কম।”