সমবায় ব্যাঙ্কে ঋণ-প্রতারণার অভিযোগ উঠেছিল কংগ্রেসের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। সেই মামলার তদন্তে এ বার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও পৌঁছে গেল ইডি! বৃহস্পতিবার সকালে আন্দামানের একাধিক জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। কলকাতা শহরেও কয়েক জায়গায় তল্লাশি চলছে বলে সূত্রের খবর।
ইডি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের একটি সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ জালিয়াতির অভিযোগে নাম জড়িয়েছিল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুলদীপ রাই শর্মার। সেই মামলার তদন্তে বৃহস্পতিবার সাগর পেরিয়ে সেখানে গিয়ে হাজির হয় ইডি। উল্লেখ্য, আন্দামানে এটিই তাদের প্রথম অভিযান। পোর্ট ব্লেয়ার ও তার আশপাশের ন’টি জায়গায় দীর্ঘ ক্ষণ তল্লাশি চালানো হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আন্দামানের পাশাপাশি তল্লাশি চালানো হয়েছে কলকাতার দু’টি জায়গাতেও।
আরও পড়ুন:
পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, আন্দামান ও নিকোবর রাজ্য সমবায় ব্যাঙ্ক (এএনএসসিবি)-র ভাইস চেয়ারম্যান কুলদীপ কংগ্রেস নেতা। ৫৭ বছর বয়সি কুলদীপ ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্দামানের সাংসদ ছিলেন। সেই সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধেই ঋণ দেওয়া নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, কুলদীপের মদতে ১৫টি ভুয়ো সংস্থা তৈরি করে ব্যাঙ্ক থেকে ২০০ কোটি টাকারও বেশি ঋণ নেওয়া হয়েছিল। এর পরেই তহবিল তছরুপ প্রতিরোধ আইনের অধীনে তদন্তে নামে ইডি।